Anushka Sharma

‘লগে রহো মুন্নাভাই’ থেকে বাদ পড়েছিলেন আমির খান!

১১ বছর আগে মুক্তি পেয়েছিল ‘লগে রহো মুন্নাভাই’। এখনও দর্শকদের কাছে সমান প্রিয় ছবিটি। জেনে নিন ছবিটি সম্পর্কে কিছু অজানা তথ্য।

Advertisement
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৭ ১৬:১৪
Share:
০১ ০৫

‘লগে রহো মুন্নাভাই’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল আমির খানের। কিন্তু ছবিটি ফ্লোরে যাওয়ার পর ওই চরিত্রটি বাদ যায়।

০২ ০৫

২০০৩-এ মুক্তি পেয়েছিল ‘মুন্নাভাই এমবিবিএস’। তারপর সিক্যুয়েলে অভিনয় করতে এসে ‘সার্কিট’ অর্থাত্ আরশাদ ওয়ারসি নাকি ভুলেই গিয়েছিলেন ওই চরিত্রের নির্দিষ্ট ম্যানারিজম।

Advertisement
০৩ ০৫

‘লগে রহো মুন্নাভাই’-এ অনুষ্কা শর্মার একটি ছবি দেখা গিয়েছিল। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৬-এ। কিন্তু এরও দু’বছর পর ২০০৮ এ ‘রব নে বনা দি জোড়ি’ ছবির মাধ্যমে বলিউডে এন্ট্রি নেন অনুষ্কা।

০৪ ০৫

প্রথমে চিত্রনাট্য আইনজীবীদের ওপর ছিল। কিন্তু পরিচালক রাজকুমার হিরানির তা পছন্দ না হওয়ায় তিনি বদলে চিকিত্সক ও চিকিত্সা ব্যবস্থার ওপর করে দেন।

০৫ ০৫

ছবিটির প্রথম নাম ঠিক হয়েছিল ‘মুন্নাভাই এমএমজি’ অর্থাত্ মিটস মহাত্মা গাঁধী। পরে সেই নাম বদলে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement