বারো হাতের পুজো

সপ্তমীতে ছাপায় রাধা-কৃষ্ণর লিথোগ্রাফ। অষ্টমীতে গাউন-শাড়ি। নবমীতে মখমলি জামদানি। লিখছেন অদিতি ভাদুড়ি।সপ্তমীতে ছাপায় রাধা-কৃষ্ণর লিথোগ্রাফ। অষ্টমীতে গাউন-শাড়ি। নবমীতে মখমলি জামদানি। লিখছেন অদিতি ভাদুড়ি।

Advertisement
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৫ ০০:২৪
Share:

হ্যান্ডলুম না জারদৌসি?

Advertisement

তসর না প্রিন্ট? আলমারির তাকে পাট না-ভাঙা শাড়ির ভাঁজ খুলেও হাল্কা নস্টালজিয়ার গন্ধ।

ষষ্ঠীর ভোরে ঢাক বাজতে যে বাকি আর মাত্র সাত দিন।

Advertisement

এমনিতেই বারো হাত ঘেরের সেক্স অ্যাপিলকে কাবু করা কঠিন। তার ওপর জিনস-মিডিভাসি মেয়েরা আঁচল সামলে, কুঁচি আগলে শা়ড়ি-সেলফিতে কে কাকে টেক্কা দেয়, এবার তো সেটাই দেখার পালা!

জুটের খসখস চান্দেরীর জাঁকজমক

এ শহরের শাড়িদের পুজোর সাজ ঠিক কেমন হচ্ছে এবার?

ডিজাইনার অগ্নিমিত্রা পল তাঁর পুজোর শাড়িতে জুটের খসখসে টেক্সচারের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন চান্দেরির জাঁকজমক। হাতের বুনোটে বা এমব্রয়ডারিতে সেই শাড়িতে মিলে যাচ্ছে ঐতিহ্য-আধুনিকতা। ‘‘আমি যেমন হেভি সিল্ক করছি, মধুবনী পেন্টিং, হ্যান্ডলুম নিয়ে কাজ করছি। জুট-চান্দেরি কম্বিনেশনের শাড়ির ডিম্যান্ডও খুব,’’ জানালেন তিনি।

ক্লাস টুয়েলভ-এর সংহিতা এর মধ্যেই কিনে ফেলেছেন হ্যান্ডলুম শাড়ি। ‘‘যে হ্যান্ডলুমটা কিনেছি, ওটার সঙ্গে জমকালো মিরর ওয়ার্কের গুজরাতি ব্লাউজ বানাতে দিচ্ছি,’’ ব্লাউজের নেকলাইন পছন্দ করার ফাঁকেই বলেন তিনি।

দিনে সবুজ রাতে মভ

বাঙালির পুজোর চিরাচরিত সংস্কৃতি মাথায় রেখেই ডিজাইনার সৌমিত্র মণ্ডল ডিজাইন করছেন তাঁর পুজোর শাড়ি। ‘‘উইভিং-এ কাজ করছি। এমব্রয়ডারিতেও। মভ, রানি, গোল্ড, অরেঞ্জ-এ জামদানি বানাচ্ছি। আর আমার শাড়িতে জরি, খাদি, সিল্কের মিশেল থাকছে। তাই শাড়িগুলো বেশ হাল্কা,’’ বলেন সৌমিত্র। আরও জানান যে কোনও হাল্কা কাজের সাধারণ ব্লাউজ দিয়ে পরলেই ভাল শাড়িগুলো। আর দিনের বেলা শাড়ির রঙ থাকুক সবুজের যে কোনও শেড, বেজ বা অফ হোয়াইট।

প্রভা পেন্টিং কালীঘাট পটচিত্র

আর কেমন হয় যদি সপ্তমীর সকালে বন্ধুদের আড্ডায় আপনার শাড়িতে ফুটে ওঠে কালীঘাটের পটচিত্র বা ছাপায় রাধা-কৃষ্ণর লিথোগ্রাফ?

ডিজাইনার প্রণয় বৈদ্য পুজোতে বানাচ্ছেন সিলভার অ্যান্টিক জারদৌসি, পার্সি গাড়া, ফ্রেঞ্চ নট-এর মতো ডিজাইন। ‘‘আমার বানানো শাড়িতে থাকছে মিরর ওয়ার্ক, নানান প্রিন্ট। মসলিনের ওপর মখমলি জামদানি। মুগা তসর নিয়েও কাজ করছি। আর তসরে সিল্কের থ্রেড কাউন্ট বেশি রাখছি যাতে পরতে সুবিধে হয়। তসর মানেই যে খুব ক্রিস্প আর আনম্যানেজেবল,’’ বলেন তিনি। শাড়িতে শিল্পীদের দিয়ে প্রভা পেন্টিং-এর কাজও করাচ্ছেন প্রণয়।

গাউন শাড়ি অ্যান্টিক ব্লাউজ

এমনকী পাশ্চাত্য গাউনও শাড়ির বারো হাতের ঘেরেই খুঁজে পাচ্ছে তার ভারতীয় যোগসূত্র।

ডিজাইনার জ্যোতি খৈতানের বানানো গাউন শাড়ির ভাবনা থেকেই অনুপ্রাণিত। আবার আলাদা আলাদা থ্রি পিস পরার দরকারও নেই। ‘‘গাউন, অথচ একেবারে শাড়ি। তিনটে পিস একসঙ্গে স্টিচ করা। সাইজ মতো গলিয়ে নিলেই হল,’’ বলেন জ্যোতি। আরও জানান গাউনের ফল, প্লিট নিয়েও পরীক্ষা চালাচ্ছেন। শিফন, ক্রেপ, জর্জেটের শাড়িগুলোতে থাকছে পার্ল বা অন্যান্য ড্রেপও। বললেন হাফ-হাফ ধোতি প্যাটার্নের শাড়ির সঙ্গে স্ট্রাইপড্ শার্ট বা ক্রপ টপ-ও খুব স্মার্ট কম্বিনেশন। পুজোতে শাড়ি গাউনের সঙ্গে টিম আপ করতে থাকছে অ্যান্টিক গোল্ড এমব্রয়ডারি ব্লাউজ।

প্যান্ডেল হপিং, সেলফি, হুল্লোড়...

শরীরের ভাঁজে ভাঁজে শাড়ি সেলিব্রেট করার এই তো সুযোগ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement