Entertainment News

হাসপাতালেই জন্মদিন কাটাচ্ছেন দিলীপ কুমার

আজ তিনি ৯৪-তে পা দিলেন। কিন্তু জন্মদিনটা কাটছে হাসপাতালে। গত বুধবার সকালে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬ ১৫:২৫
Share:

আজ তিনি ৯৪-তে পা দিলেন। কিন্তু জন্মদিনটা কাটছে হাসপাতালে। গত বুধবার সকালে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তাঁর স্ত্রী অভিনেত্রী সায়রা বানু বলেছেন, ‘‘উনি আইসিইউতে আছেন। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সকাল থেকেই ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা ওঁকে দেখতে আসছেন, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। একটু উঠে বসতে পারলেই আমরা কেক কাটব। এত শান্ত ভাবে জন্মদিন এর আগে কখনও কাটেনি ওঁর।’’
বেশ কয়েক দিন ধরে পায়ের প্রবল ব্যথায় কষ্ট পাচ্ছিলেন দিলীপ কুমার। ডান পায়ে ব্যথা এবং ফুলে যাওয়ার ফলেই তাঁর জ্বর হয়েছে বলে জানিয়েছেন চিকিতসকেরা। পাশাপাশি তাঁর শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। প্রত্যেক বারই জন্মদিনে বিশাল পার্টি দেন তিনি। সেখানে হাজির থাকেন বলি টাউনের বলি টাউনের তাবড় সেলেবরা। কিন্তু এ বারের জন্মদিন একেবারেই ব্যতিক্রমী।

Advertisement

আরও পড়ুন, দেখুন, কী ভাবে জন্মদিন সেলিব্রেট করলেন নভ্যা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement