(বাঁ দিকে) ডিনো মোরিয়া, (ডান দিকে) বিপাশা বসু। ছবি: সংগৃহীত।
সুদর্শন মডেল হিসাবে তিনি বরাবরই জনপ্রিয়। কিন্তু কোনও দিনই বলিউডের প্রথম সারির নায়ক হয়ে উঠতে পারেননি ডিনো মোরিয়া। প্রত্যাশা জাগিয়ে ইন্ডাস্ট্রিতে এলেও তাঁর কাজের তালিকা সংক্ষিপ্তই। তবে আসন্ন ‘ফোর মোর শর্টস প্লিজ়’-এর চতুর্থ সিজ়নে দেখা যাবে তাঁকে। এর মাঝে প্রিয়জনকে হারালেন ডিনো। এগিয়ে এলেন প্রাক্তন বান্ধবী বিপাশা, মলাইকারা।
সম্প্রতি ডিনো নিজের বাবাকে হারিয়েছেন। বাবাকে নিয়ে সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন অভিনেতা। তিনি লেখেন, ‘‘তুমি তোমার জীবনটা পুরোদমে বেঁচেছ। যা তোমার করতে ভাল লাগত, তা-ই করতে। নিয়ম করে শরীরচর্চা, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, পাহাড়ের কোলে বাঁচা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, সাঁতার কাটা, জঙ্গলে হারিয়ে যাওয়া— বলতে শুরু করলে তালিকা দীর্ঘ হতে থাকবে। তোমাকে মিস্ করব বাবা। জীবনে তোমার থেকে পাওয়া প্রতিটা শিক্ষা মনে রাখব।’’
বাবার বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে, বৃদ্ধ বয়সেও রীতিমতো শরীরচর্চা করছেন অভিনেতার বাবা। কখনও আবার নাচছেন, কখনও বা বাইক চালাচ্ছেন। অভিনেতার বাবার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিপাশা বসু থেকে মলাইকা অরোরা। এককালে বিপাশাকে নিয়ে রেষারেষি ছিল ডিনো ও জন আব্রাহামের মাঝে। পুরনো তিক্ততা ভুলে প্রাক্তনের শোকে পাশে দাঁড়ালেন বিপাশা।