Dino More- Bipasha Basu

অন্তর্বাসে বিপাশার সঙ্গে, বিমানবন্দরে নামলেই গ্রেফতার! শেষ পর্যন্ত কী হল দিনো মোরিয়ার?

“আমরা দু’জনেই মজা করে কাজটা করেছিলাম। তার পর দেখি সব ছবি উধাও!” বললেন দিনো মোরিয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২২:৪৩
Share:

(বাঁ দিকে) দিনো মোরিয়া। বিপাশা বসু (ডান দিকে)। —ফাইল চিত্র।

এক সময় দিনো মোরিয়া ও বিপাশা বসুর প্রেমে মুখরিত ছিল বলিউড। একটি অন্তর্বাসের বিজ্ঞাপনের জন্য ঘনিষ্ঠ ফোটোশুট করেছিলেন যুগলে। তার পরেই নিন্দার ঝড়। পুরনো সেই ঘটনা নিয়ে মতামত জানালেন দিনো। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিনো জানিয়েছন, সে সময় বিতর্কের সৃষ্টি হওয়ায় হতবাক হয়েছিলেন। তাঁর কথায়, “আমি জানি না সমস্যাটা কোথায়! সেই সময় সব থেকে আবেদনময় বিজ্ঞাপন ছিল এটি। আমার আর বিপাশার ছবিগুলো দুরন্ত ছিল। আমরা দু’জনেই মজা করে কাজটা করেছিলাম। তার পর দেখি সব ছবি উধাও!”

Advertisement

এই প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করেন দিনো। “সংবাদ সংস্থা, পুলিশ, সকলে আমাদের পিছনেই পড়েছিল! এ সব কী!” এক বার দুবাই যাচ্ছিলেন। বিমানে খবরের কাগজ পড়তে গিয়ে দেখেন, বিপাশা ও দিনোর সেই অন্তর্বাসের ফোটোশুট নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। বললেন, “সেই খবরে লেখা হয়েছিল বিপাশা ও আমার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। যখন পৌঁছলাম তখন সত্যিই ভাবনা হচ্ছিল আমরা বিমানবন্দর থেকে ঠিকঠাক বেরোতে পারব তো! তার পর দেখলাম সে রকম কিছু ঘটেনি।”

দিনো জানান, ১৯৯৫ সালে একটি নগ্ন ফোটোশুট করেন মিলিন্দ সোমন। সে ছবি নিয়েও বিতর্কের ঝড় বয়ে যায়। “আমাদের ফোটশুটের আগের ঘটনা। তখনও বিস্তর কটাক্ষ করা হয়েছিল। আমাদের সময় আরও হল। আর সত্যি কথা বলতে এতে আরও প্রচার হল আমাদের। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম ঠিকই, প্রথম বার এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement