ফের অসুস্থ দীপিকা কক্কর। ছবি: সংগৃহীত।
যকৃতের ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী দীপিকা কক্কর। নিজেই অসুস্থতার খবর দিয়েছিলেন গত মে মাসে। তার পর থেকে যন্ত্রণার কথা এক এক করে তুলে ধরেছিলেন দীপিকা। ক্যানসারের চিকিৎসা শুরু হয়েছে তাঁর। অস্ত্রোপচারও হয়েছে। বেশ সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু হঠাৎই শরীর খারাপ। দীপিকা জানান, একেবারেই ভাল নেই তিনি।
অস্ত্রোপচারের পরে ১০ জুলাই থেকে শুরু হয়েছে দীপিকার ‘টার্গেটেড থেরাপি’। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বেশ চিন্তিত তিনি। তাঁর স্বামী শোয়েব জানিয়েছেন, চিকিৎসা শুরু হলেও, সেই ভাবে কোনও বড় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি দীপিকার। যদিও ক্লান্তি ও ধকল থাকে শরীরের উপর। এর মাঝেই ‘ভাইরাল ইনফেকশন’-এ আক্রান্ত অভিনেত্রী। নিজের ভ্লগে দীপিকা লেখেন, ‘‘হঠাৎ ফের শরীর খারাপ। ভাইরাল ইনফেকশন হয়েছে। আমরা চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। কড়া কড়া সব ওষুধ দিয়েছে, শরীর আরও দুর্বল হয়ে গিয়েছে। এখন একদমই ভাল নেই। আশা করছি দ্রুত সেরে উঠব।’’
অভিনেত্রী এক সাক্ষাৎকারে কিছু দিন আগেই জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পরে সব বদলে গিয়েছে তাঁর। আগে তিনি এক জায়গায় বসে থাকতে পারতেন না। অভিনয় হোক বা বাড়ির কাজ, সব সময়ে কাজেই নিমগ্ন থাকতেন তিনি। কিন্তু এখন শরীর সায় দিচ্ছে না। তাঁর কাছে করার মতো কিছুই নেই।