Dipika Kakar Ibrahim

যকৃতে টেনিস বলের চেয়ে বড় টিউমার দীপিকার, সপ্তাহ পেরিয়ে গিয়ে অস্ত্রোপচারে এখনও এত দেরি কেন?

অনেক দিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন দীপিকা। যকৃতে ধরা পড়েছে টিউমার। অস্ত্রোপচারে অনীহা!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৮:৪৩
Share:

দীপিকা কক্কর ইব্রাহিম। ছবি: সংগৃহীত।

গুরুতর অসুস্থ অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম। পেটে একটি টিউমার হয়েছে। অস্ত্রোপচার করে সেই টিউমার বার করতে হবে। সম্প্রতি তাঁদের ইউটিউব চ্যানেলে দীপিকার অসুস্থতার খবর জানান তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম। যকৃতের বাঁ দিকে একটি টেনিস বলের থেকে বড় আকারের মাংসপিণ্ড বা টিউমার ধরা পড়েছে দীপিকার। যত দ্রুত সম্ভব তাঁর অস্ত্রোপচার করাতে হবে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। এই ঘটনার সপ্তাহখানেক কেটে গেলেও এখনও কোনও খবর নেই। কী কারণে এত দেরি হচ্ছে তাঁর অস্ত্রোপচারে?

Advertisement

অনেক দিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন দীপিকা। চিকিৎসককে দেখানো হলে তিনি কয়েকটি অ্যান্টিবায়োটিক দেন, যা খেয়ে অভিনেত্রীর পেটের ব্যথা প্রাথমিক ভাবে সেরেও গিয়েছিল। কিন্তু কয়েক দিন বাদেই আবার যন্ত্রণা শুরু হয়। তখনই সব ধরনের পরীক্ষা করানো হয়েছিল তাঁর। সেখানেই ধরা পড়ে, নায়িকার পেটে একটি বড় টিউমার বা মাংসপিণ্ড রয়েছে। ভিডিয়োয় শোয়েব বলেছেন, “দীপিকার যকৃতের বাঁ দিকে একটি টিউমার ধরা পড়েছে, যেটির আয়তন একটি টেনিস বলের থেকেও বড়। এই খবরটা শুনে আমরা খুবই অবাক। কী ভাবে হল সেটা কিছুতেই বুঝতে পারছি না।” ছেলে রুহানকে নিয়ে এখন চিন্তায় রয়েছেন শোয়েব। এ সবের মাঝে দীপিকার অস্ত্রোপচারের দেরি হওয়ার মূল কারণ, জ্বরে ভুগছেন অভিনেত্রী। সেই কারণে এই অবস্থায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত স্থগিত রেখেছেন চিকিৎসকেরা। দীপিকার স্বামী জানান, অভিনেত্রীর নাকি ১০৩ জ্বর। সঙ্গে অসহ্য হাতে-পায়ে যন্ত্রণা। ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। তবে জ্বর এখন খানিকটা কমের দিকে। সোমবারের মধ্যে অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু জ্বরের জন্য এখন পরিকল্পনার বদল হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement