Dipika Kakar

‘পুত্রকে কোলে ওঠাতেও পারছি না’, ক্যানসারের অস্ত্রোপচারের পরে ছেলেকে কী ভাবে সামলাচ্ছেন দীপিকা?

দীপিকার শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে টিউমার। কিন্তু তাও মন খারাপ দীপিকার। মায়ের উপর অভিমান করছে একরত্তি পুত্র রুহানও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৮:০০
Share:

পুত্র রুহানের অভিমান কী ভাবে সামলাচ্ছেন দীপিকা? ছবি: সংগৃহীত।

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে বদলে গিয়েছে জীবন। একটা সময়ে কাজ ছাড়া চলত না এক মুহূর্ত। কিন্তু এখন শারীরিক অবস্থাই অনুমতি দেয় না অনেক কিছুতেই। যকৃতে অস্ত্রোপচার সফল ভাবেই হয়েছে দীপিকা কক্করের, যদিও ক্যানসার নিয়ে এখনও ভয়ে রয়েছেন তিনি। দীপিকার শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে টিউমার। কিন্তু তা-ও মন খারাপ দীপিকার। এ দিকে, মায়ের উপর অভিমান করছে একরত্তি পুত্র রুহানও!

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, “অস্ত্রোপচারের পরে সব বদলে গিয়েছে। আগে আমি এক জায়গায় বসে থাকতে পারতাম না। আর এখন আমার কাছে করার মতো কিছুই নেই। চিকিৎসক আমাকে সক্রিয় থাকতে বলেছেন ঠিকই। কিন্তু এক এক দিন মনে হয়, আমার শুধুই বিশ্রাম নেওয়া উচিত।”

কঠিন অসুখের সঙ্গে লড়ছেন দীপিকা। পুত্রের খেয়াল রাখতে পারছেন না ঠিক করে। তাই অভিনেত্রী বলেছেন, “আগের মতো শক্তি আর নেই আমার। হঠাৎ অনেক কিছু বদলে গিয়েছে। যেমন, আমি আর রুহানকে কোলে নিতে পারি না। সেলাই পড়েছে বলে আর আগের মতো খেলতে পারি না ওর সঙ্গে।”

Advertisement

রুহান দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে এসে কোলে ওঠার আবদার করে। কিন্তু সেই আবদার রাখতে পারেন না দীপিকা। তাই অভিমান হয় পুত্রের। দীপিকার কথায়, “এই বিষয়টা আমাকে সত্যিই খুব পীড়া দেয়।” কিন্তু এই লড়াইয়ে হাল ছাড়ছেন না দীপিকা। প্রার্থনা করেন, আগামী দিনে সমস্ত চিকিৎসার যন্ত্রণা যেন তিনি সহ্য করতে পারেন। অভিনেত্রী বলেছেন, “ভবিষ্যতে কী কী চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হবে, সেগুলি স্থির হয়ে গিয়েছে। প্রার্থনা একটাই, আগামী দিনের সমস্ত চিকিৎসায় যেন আমার শরীর সায় দিতে পারে। সব ওষুধেরও পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। সেই পার্শ্বপ্রতিক্রিয়াও যেন আমি সহ্য করে নিতে পারি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement