ফেডারেশনের কোপেই কাজ নেই বিদুলা ভট্টাচার্যের? ফাইল চিত্র।
পরিচালক বিদুলা ভট্টাচার্যের কি কলকাতার পাট চুকল? খবর, কলকাতায় কাজ পাচ্ছেন না পরিচালক। যার জেরে আপাতত শহর ছাড়ছেন। হিন্দি ছোটছবি পরিচালনা করতে দিল্লি উড়ে গিয়েছেন। আনন্দবাজার ডট কম যোগাযোগ করলে বিদুলা এ খবরে সায় দিয়েছেন।
তাঁর কথায়, “কলকাতার একাধিক প্রথম সারির প্রযোজনা সংস্থা আমায় সিরিজ়, ছবি তৈরির অনুরোধ জানিয়েছিল। তারা এ-ও আশ্বাস দিয়েছিল, ফেডারেশনের ঠিক করে দেওয়া টেকনিশিয়ানদের নিয়ে কাজ না করলে সমস্যা নেই। ভাল কাজ পেলে বিষয়টি তারা বুঝে নেবে। এখন তারাই পিছু হটছে।” নিজের শহরে বসে থাকলে সংসার চালাবেন কী করে? তাই বড় বাজেটের ছোটছবি বানানোর ডাক পেতেই উড়ে গিয়েছেন তিনি।
ফেডারেশনের বিরুদ্ধে প্রথম মামলা ঠুকেছিলেন বিদুলা। সংগঠনের বিরুদ্ধে তাঁর অভিযোগ, পরিচালকদের স্বাধীনতায় অকারণ হস্তক্ষেপ করে ফেডারেশন। বছরের শুরুতে পরিচালক বিদুলা ভট্টাচার্যের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে মামলায় যোগ দিয়েছিলেন আরও ১৫ পরিচালক। সেই সময়ে বিদুলা আনন্দবাজার ডট কম-কে বলেছিলেন, “আমি উল্লসিত হচ্ছি না। শেষ পর্যন্ত কত জন থাকেন, সেটাই দেখার।”
বিদুলার কথাই সত্যি হয়েছে। একে একে মামলা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন একাধিক পরিচালক। শেষ পর্যন্ত যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম সুদেষ্ণা রায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। পুজোর আগে কলকাতা হাই কোর্টে ফেডারেশনের বিরুদ্ধে আনা মামলাটি খারিজ হয়ে যায়। সম্প্রতি, এক ভিডিয়োবার্তায় পরমব্রত ফেডারেশনের সঙ্গে যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার কথা জানান। তারও আগে প্রথম আনন্দবাজার ডট কম-কে অভিনেতা-পরিচালক জানিয়েছিলেন, আগামী দিনে ফেডারেশনের সঙ্গে আর কখনও আইনি ঝামেলায় জড়াবেন না তিনি। সুদেষ্ণাকেও এ বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নানা দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে।
ব্যতিক্রম অনির্বাণ ভট্টাচার্য। ফেডারেশনের কোপে তিনি এখনও কাজ করতে পারছেন না। তাঁকে ঘিরেও গুঞ্জন, তিনিও নাকি সংগঠনের সঙ্গে যাবতীয় দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করছেন। বিদুলা অবশ্য জানিয়েছেন, এ রকম কোনও খবর তাঁর কানে আসেনি। পাশাপাশি এ-ও জানিয়েছেন, অনির্বাণ প্রথম সারির প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত। এটা তাঁর পক্ষে ইতিবাচক।
বিদুলা সে ক্ষেত্রে কী ভাবছেন? তিনি কি নিজের শহর ছেড়ে অন্যত্রই কাজ করবেন?
পরিচালকের সাফ দাবি, “বাইরে থেকে একাধিক কাজের ডাক পাচ্ছি। উপার্জনের জন্য সেগুলো অবশ্যই করব। তবে নিজের শহর ছেড়ে চলে যাব না। এখানেও কাজ করব।” ফেডারেশনের সঙ্গে আপসে যাবেন না, সে কথাও জানান তিনি। তা হলে কী করে কাজ করবেন বিদুলা? ‘প্রেম আমার ২’ পরিচালকের বক্তব্য, “বরাবর ফেডারেশনের সদস্য টেকনিশিয়ানদের নিয়েই কাজ করেছি। ফেডারেশন আটকাতে পারেনি। আগামী দিনেও পারবে না।” একটু থেমে মৃদু হেসে যোগ করেছেন, “শুটিং আটকাতে পারবে না। বদলে ছবিমুক্তি আটকে দিতে পারে। ঠিক যেমন ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর ক্ষেত্রে করেছে সংগঠন।”