Taapsee Pannu

একটা চড়ও মারা যায় না! তাপসীর ছবি দেখে নিজের প্রাক্তন স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন হংসল?

তাপসী পন্নু অভিনীত ‘থাপ্পড়’ ছবি দেখিয়ে দিয়েছিল, স্ত্রীর গায়ে হাত তোলা যায় না। একটা থাপ্পড়ও মারা যায় না। ছবিতে তাপসী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছিলেন, যার স্বামী মাথাগরম হওয়ায় সেই ক্ষোভ উগরে দিয়েছিল স্ত্রীর উপর। প্রকাশ্যে সেই গৃহবধূকে চড় খেতে হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৬:০৬
Share:

তাপসীর ছবি দেখে হংসলের কী উপলব্ধি? ছবি: সংগৃহীত।

নারী-পুরুষের সমান অধিকার নিয়ে লড়াই জারি রয়েছে। তবে এই লড়াইয়ের মধ্যেও প্রায়ই লোকমুখে শোনা যায় বেশ কিছু কথা। ‘পুরুষ মানুষের সামান্য রাগ থাকেই’, ‘রাগ না থাকলে সে আবার পুরুষ কিসের?’ ‘মানুষটা ভাল, কিন্তু রাগের মাথায় একটা থাপ্পড় মেরে ফেলেছে।’ তাপসী পন্নু অভিনীত ‘থাপ্পড়’ ছবি দেখিয়ে দিয়েছিল, একটা থাপ্পড়ও মারা যায় না। ছবিতে তাপসী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে স্বামীর মাথাগরম হওয়ায় সেই ক্ষোভ উগরে দিয়েছিল স্ত্রীর উপর। প্রকাশ্যে সেই গৃহবধূকে চড় খেতে হয়েছিল। পাল্টা চড় মারেনি সে। কিন্তু স্বামী যাতে ফের সেই কাজ না করতে না পারে, তার বন্দোবস্ত করে নিয়েছিল সে। বিবাহবিচ্ছেদ পর্যন্ত হয় সেই চড়ের জন্য।

Advertisement

এই ছবি সাড়া ফেলেছিল। পরিচালক হংসল মেহতাও এই ছবির বিষয়বস্তু দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এমনকি এই ছবি দেখে নিজের প্রাক্তন স্ত্রীর কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে হংসল বলেছেন, “আমি হয়তো কখনওই আমার প্রাক্তন স্ত্রীর কাছে ক্ষমা চাইতাম না। কিন্তু এই ছবি দেখার পরে বিষয়টা বদলে যায়। ‘থাপ্পড়’ ছবিটা খুবই শক্তিশালী। ভাল ছবি এমনই হয়। এর ভাল প্রভাবই থাকে।”

অনুভব সিংহের পরিচালিত ছবি নিয়ে হংসল আরও বলেছেন, “আমার জীবনের প্রত্যেক মহিলাকে একটা কথা বলতে চাই। আমার স্ত্রী, আমার বোন, আমার কন্যারা, আমার প্রাক্তন স্ত্রী, আমার প্রেমিকাদের সবাইকে বলতে চাই আমি ক্ষমাপ্রার্থী। হয়তো দেরি করে ফেলেছি অনেকটা। তাও বলব আমি দুঃখিত। আমার পুরুষতান্ত্রিক মনোভাব তোমাদের উপর হয়তো কুপ্রভাব ফেলেছিল কোনও ভাবে। আমি নিজেকে বদলানোর চেষ্টা করব। আমি নিজেকে একটা থাপ্পড় মারতে না পারলে, আপনারাই সপাটে একটা চড় মারবেন আমাকে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement