Kaushik Ganguly

‘মায়ের ঘর, বিছানাটা খালি…’, মনখারাপ কৌশিকের, মায়ের মৃত্যুবার্ষিকীতে কোন কথা মনে পড়ছে পরিচালকের?

এক বছর আগে এই দিনেই মাকে হারিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আবারও সেই ১৮ অগস্ট। মায়ের মৃত্যুবার্ষিকীতে মায়ের স্মৃতিতে ডুব দিলেন পরিচালক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৭:৩৩
Share:

মন ভাল নেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের। ছবি: সংগৃহীত।

সারা বাড়ি এ দিন ম-ম করছে রজনীগন্ধার গন্ধে। মালা দিয়ে সাজানো হয়েছে মায়ের ছবি। এ দিনটা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছে অন্য দিনগুলোর মতো নয়। ২০২৪ সালের এই দিনেই মাকে হারান পরিচালক। এই এক বছরে মাকে ছেড়ে থাকতে শিখে গিয়েছেন তিনি। কিন্তু বছরের এই দিনে আরও বেশি করে পুরনো স্মৃতি ভিড় করছে কৌশিকের। মায়ের ঘর, বিছানা জানান দিচ্ছে তাঁর অনুপস্থিতি। ছবি পোস্ট করে মাকে স্মরণ করলেন পরিচালক।

Advertisement

কৌশিক নিজের সমাজমাধ্যমের পাতায় লিখেছেন, “এক বছর আগে এ দিনেই মা চলে গিয়েছিলেন বাবার কাছে। বাৎসরিক মাতৃপূজা আমার দাদা করল আমাদের গড়িয়ার বাড়িতেই। এই অনুষ্ঠানের পর নাকি মর্ত্যলোক থেকে স্বর্গলোকে মুক্তি পায় আত্মা! পুরোহিতমশাই তেমনটাই বললেন।” তবু মায়ের প্রিয় খাবার, মায়ের নানা অভ্যাসের কথা যে এ দিন বার বার মনে পড়ছে তাঁর, সেটাই ফুটে উঠল পরিচালকের লেখায়। মায়ের প্রিয় ঠান্ডা পানীয়, কেক যেন তিনি পান সেটাই কৌশিকের কাম্য।

মায়ের মৃত্যুবার্ষিকীতে কৌশিকের পোস্ট। ছবি: ফেসবুক।

গত বছর এই সময় আরজি কর কাণ্ডে তখন উত্তপ্ত গোটা শহর। তার মাঝেই এমন অঘটন ঘটে যায় গঙ্গোপাধ্যায় পরিবারে। মৃত্যুকালে কৌশিকের মায়ের বয়স হয়েছিল ৮৬ বছর। গড়িয়ার কানুনগো পার্কে কৌশিকের পৈতৃক বাড়িতে প্রয়াত হন বুলা গঙ্গোপাধ্যায়। পরিবারের টালমাটাল পরিস্থিতিতেও সে সময় শিল্পীদের মিছিলে যোগ দিয়েছিলেন পরিচালক। গড়িয়ার বাড়ি থেকে সরাসরি টেকনিশিয়ানস্‌ স্টুডিয়োয় উপস্থিত হন পরিচালক। উপস্থিত শিল্পীদের সঙ্গে দেখা করে মায়ের শেষকৃত্যে যোগ দেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement