Yuvaan's Durga Puja Celebration

পরনে ধুতি! মা-বাবার সামনেই কোঁচা সামলাতে সামলাতে ‘বান্ধবী’কে নিয়ে নাচ! ইউভানের পুজো শুরু?

কোথায় এত হুল্লোড়ে মাতল রাজ ও শুভশ্রীর একরত্তি ছেলে? ইউভানের কাণ্ড দেখে কী বললেন তারকাদম্পতি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩২
Share:

ধুতি-পাঞ্জাবিতে ইউভান চক্রবর্তী। ছবি: ফেসবুক।

পুজো শুরু হয়ে গিয়েছে ইউভান চক্রবর্তীর! খুদের পুজোর সাজ দেখে চক্ষু চড়কগাছ অনেকের। উৎসব-উদ্‌যাপনে বরাবর ছেলেকে বাঙালি পোশাকে সাজাতে ভালবাসেন রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সদ্য পাঁচে পা দিয়েছে চক্রবর্তী পরিবারের বড় ছেলে। এ বছর তাই সে ধুতি-পাঞ্জাবিতে।

Advertisement

পায়ের কাছে লুটিয়ে থাকা কোঁচা সামলাতে সামলাতে কোঁচা সামলাতে সামলাতে ‘বান্ধবী’ নিয়ে নাচে মত্ত!

ইউভানের পুজো কি শুরু হয়ে গেল? শুভশ্রীর ভাগ করে নেওয়া কিছু মুহূর্ত বলছে, একরত্তির স্কুলে পুজোর বিশেষ অনুষ্ঠান ছিল। এ দিন সব পড়ুয়াই বাঙালি পোশাকে। খুদে ছাত্ররা সেজেছিল পাঞ্জাবি-পাজামায়। ছাত্রীরা লাল পাড়, সাদা শাড়িতে। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিল ইউভান। তার সঙ্গে মঞ্চে নাচে যোগ দিয়েছিল একরত্তির এক সহপাঠিনী। দু’জনের জুটি, ধুতির কোঁচা সামলাতে সামলাতে ছেলের নাচ দেখে হেসে গড়িয়ে পড়েছেন অভিনেত্রী মা।

Advertisement

স্কুলের বান্ধবীর সঙ্গে নাচে মগ্ন ইউভান চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম।

অনুষ্ঠানের শুরু থেকেই শুভশ্রীর ক্যামেরা ছিল ছেলের উপরে। ‘উমা এল’ গানের তালে ইউভান তখন লাফিয়ে লাফিয়ে নাচছে! মায়ের কণ্ঠে উচ্ছ্বাস। বলে উঠেছেন, “উলে বাবা লে!” সেই শুনে তাঁর আশপাশে বসে থাকা বাকিরাও হেসে ফেলেছেন। খুদেদের তাতে অবশ্য হেলদোল নেই। তারা কিন্তু তাদের মতো করে অনুষ্ঠানের শেষ পর্যন্ত নিখুঁত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement