‘ফুকরে ২’ তৈরি করতে চান মৃগদীপ

পঞ্জাবী ভাষায় ‘ফুকরে’ শব্দের অর্থ অপদার্থ। আর তেমনই চার বন্ধুকে নিয়ে তৈরি ২০১৩ সালের ‘ফুকরে’ ছবিটি বক্স অফিসে বেশ জনপ্রিয় হয়েছিল। পরিচালক মৃগদীপ সিংহ লাম্বার এই কমেডি ছবিতে অভিনেতাদের বেশির ভাগই ছিলেন ফিল্মি দুনিয়ায় নবাগত। পুলকিত সম্রাট, বরুণ শর্মা, আলি ফজল, মনজ্যোত সিংহ, রিচা চাড্ডা, বিশাখা সিংহ ও প্রিয়া আনন্দের মধ্যে একমাত্র আলি ফজলকে দেখা গিয়েছিল ‘থ্রি ইডিয়টস’-এর মতো বড় ব্যানারের ছবিতে।‌

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ১২:০১
Share:

পঞ্জাবী ভাষায় ‘ফুকরে’ শব্দের অর্থ অপদার্থ। আর তেমনই চার বন্ধুকে নিয়ে তৈরি ২০১৩ সালের ‘ফুকরে’ ছবিটি বক্স অফিসে বেশ জনপ্রিয় হয়েছিল। পরিচালক মৃগদীপ সিংহ লাম্বার এই কমেডি ছবিতে অভিনেতাদের বেশির ভাগই ছিলেন ফিল্মি দুনিয়ায় নবাগত। পুলকিত সম্রাট, বরুণ শর্মা, আলি ফজল, মনজ্যোত সিংহ, রিচা চাড্ডা, বিশাখা সিংহ ও প্রিয়া আনন্দের মধ্যে একমাত্র আলি ফজলকে দেখা গিয়েছিল ‘থ্রি ইডিয়টস’-এর মতো বড় ব্যানারের ছবিতে।‌

Advertisement

ফারহান আখতার ও হৃতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরি ছবিটি দর্শকদের মন জয় করায় এ বার ‘ফুকরে ২’ তৈরি করতে চান পরিচালক। যেমন ভাবনা তেমন কাজ। কিন্তু চিত্রনাট্য মোটেই পছন্দ হয়নি পরিচালক লাম্বার। তাই নতুন করে লেখার কাজ শুরু হয়েছে। এ বছরের শেষে ছবির কাজ শুরু হতে পারে বলে জানা গিয়েছে। তবে অভিনেতাদের সম্পর্কে এখনই কিছু জানাতে চান না মৃগদীপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন