Raj Chakrabarty

বদলে গেল রাজের প্রথম হিন্দি সিরিজ় ‘পরিণীতা’র নাম! নতুন নাম কী হল? কবে মুক্তি পাবে?

প্রথম হিন্দি সিরিজ় করছেন রাজ। সেই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। এ বার বদলে যাচ্ছে সেই সিরিজ়ের নাম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৫:২৬
Share:

পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অদিতি পোহনকর। ছবি: ফেসবুক।

বলিউডে ব্যস্ত রাজ চক্রবর্তী। গত মাসে গুরগাঁওয়ের ফিল্মসিটি স্টুডিয়োয় শুটিং করতে দেখা গিয়েছে। পরিচালকের সহকারী মিমো হাজরা সেই সময় আনন্দবাজার ডট কমকে জানিয়েছিলেন, বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’ হিন্দিতে হচ্ছে। নাম ‘তু দিল মে ধড়কন’। তারই প্রচার ঝলক তৈরি করেছেন রাজ। ধারাবাহিক ‘অনুপমা’র মধ্যে নতুন ধারাবাহিক ‘তু দিল মে ধড়কন’-এর বিশেষ কয়েকটি পর্ব দেখানো হয়েছে। তারই পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তিনি।

Advertisement

সোমবার রাজ জানালেন, তাঁর প্রথম হিন্দি সিরিজ়ের নতুন নামকরণ হল। সিরিজ়ের প্রথম পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী জুলাইয়ে জাতীয় স্তরের ওয়েব প্ল্যাটফর্মে দেখানো হবে সিরিজ়টি।

তাঁর হিট বাংলা ছবি ‘পরিণীতা’কেই হিন্দিতে সিরিজ় আকারে দেখাতে চলেছেন পরিচালক। সে খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সিরিজ়ে সেই দুই চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, অদিতি পোহনকরকে। শুরুতে শোনা গিয়েছিল, ছবির নামেই সিরিজ়ের নাম হবে। এ দিন রাজ বলেন, ‘‘ছবির গল্প যেখানে শেষ, সিরিজ়ের গল্প সেখান থেকে শুরু। দু’টি চিত্রনাট্যের কোনও মিল নেই। তাই নাম বদলে রাখছি ‘জিদ্দি ইশক’।’’

Advertisement

এও শোনা যাচ্ছে, হিন্দি সিরিজ়ের মুক্তির আগেই নাকি বাংলা সফল সিরিজ ‘আবার প্রলয়’-এর পরের পর্বের চিত্রনাট্য লেখার কাজ শুরু করে দিয়েছেন। খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন রাজ। জানিয়েছেন, চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। তবে শুটিং শুরু হতে এখনও অল্প দেরি আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement