Rupali Ganguly

মুম্বইয়ে রাজ, ক্যামেরায় চোখ! হিন্দি ধারাবাহিক পরিচালনা করবেন?

খবর, ধারাবাহিক হিন্দি পরিচালনার জন্যই পরিচালক উড়ে গিয়েছেন মু্ম্বই, রবিবার তাঁকে শুটিং করতেও দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৮:৪১
Share:

হিন্দি ধারাবাহিক পরিচালনা করছেন রাজ চক্রবর্তী? ছবি: ফেসবুক।

দিন কয়েক আগেই জানা গিয়েছে, প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এ বার মুম্বইয়েও হিন্দি ধারাবাহিক প্রযোজনা করবেন। স্টার জলসার ‘কথা’ ধারাবাহিক বাংলায় জনপ্রিয়। তারই হিন্দি সংস্করণ তৈরি হচ্ছে। ওই ধারাবাহিকের প্রযোজনায় বুম্বাদার নিআইডিয়াজ় প্রযোজনা সংস্থা। এ বার কি মুম্বইয়ে জাঁকিয়ে বসতে চলেছেন রাজ চক্রবর্তীর? রবিবার তাঁকে গুরগাঁওয়ের ফিল্মসিটি স্টুডিয়োয় শুটিং করতে দেখা গিয়েছে। খবর, তিনি পরিচালনা করছেন ‘অনুপমা’-খ্যাত রূপালি গঙ্গোপাধ্যায়কে!

Advertisement

আরও খবর, বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’ হিন্দিতে তৈরি হতে চলেছে। নাম ‘তু দিল মে ধড়কন’। তারই প্রচার ঝলক তৈরি করছেন রাজ। দেখানো হবে ধারাবাহিক ‘অনুপমা’য়। সেই কয়েকটি পর্ব রাজ শুটিং করছেন। তা হলে কি ‘অনুপমা’ শেষ হয়ে যাচ্ছে? মিমো জানিয়েছে, ধারাবাহিক বন্ধ বা শেষের কোনও প্রশ্নই নেই। এটি ধারাবাহিকের ভিতরে আরও একটি ধারাবাহিকের প্রচার। এটিই হালফিলের ধারা, যা বলিউডে যথেষ্ট জনপ্রিয়। সেই শুটিংয়ে অংশ নিচ্ছেন রূপালি এবং ‘তু দিল মে ধড়কন’-এর শিশুশিল্পী।

কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, ঘনঘন বলিউডে পাড়ি জমাচ্ছেন বাংলার বিধায়ক-সাংসদ। গত বছর তাঁর হিট ছবি ‘পরিণীতা’র হিন্দি সিরিজ় বানালেন। সকলের আশা, এ বার বোধহয় বলিউডের পরিচালকদের খাতায় নাম উঠতে চলেছে রাজের। সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল পরিচালকের সহকারী মিমো হাজরার সঙ্গে। তাঁর কথায়, “জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’য় নতুন ধারাবাহিক ‘তু দিল মে ধড়কন’-এর বিশেষ কয়েকটি পর্ব দেখানো হবে। তারই পরিচালনায় দায়িত্ব পেয়েছেন রাজদা। সেই কাজে দাদা এবং ওঁর প্রযোজনা সংস্থার বাকিরা মুম্বই উড়ে গিয়েছেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement