ঊর্মিলার সঙ্গে সম্পর্ক ছিল! কোন সত্যি জানালেন রামগোপাল বর্মা? ছবি: সংগৃহীত।
সময়টা ১৯৯৫। ‘রঙ্গীলা’ ছবি মুক্তি পায়। ঊর্মিলা মাতোন্ডকর আর পরিচালক রামগোপাল বর্মাকে নিয়ে শুরু আলোচনা। পরিচালকের একের পর এক ছবিতে নায়িকা হিসাবে কাজ করেছিলেন তিনি। তার পর থেকে ঊর্মিলাকে বলা হত পরিচালকের ‘ব্লু-আইড গার্ল’। শোনা গিয়েছিল, ঊর্মিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন পরিচালক। সত্যি কি তাই? মুখ খুললেন রামগোপাল।
রামগোপালের বেশ কিছু ছবিতে পর পর অভিনয় করেছিলেন ঊর্মিলা। তার পরেই শোনা যায়, নায়িকার জন্য পরিচালকের সংসারেও নাকি খুব অশান্তির সৃষ্টি হয়েছিল। রামগোপালের স্ত্রী নাকি জানতে পেরে যান তাঁদের সম্পর্কের কথা। এত আলোচনার পরেও মুখে কুলুপ এঁটেছিলেন পরিচালক। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।
ঊর্মিলার প্রশংসায় পঞ্চমুখ রামগোপাল। তাঁকে ‘বহুমুখী প্রতিভা’ বলে প্রশংসায় ভরিয়েছেন। পরিচালক বলেন, “নায়িকার প্রতিভার জন্যই ওর সঙ্গে এতগুলো ছবিতে কাজ করেছি।” এই আলোচনার জন্য বর্তমান সমাজমাধ্যমের ব্যবস্থার দিকেই আঙুল তুলেছেন পরিচালক। উল্লেখ্য, শোনা যায়, এই খবর প্রকাশ্যে আসার পরে সংসার ভাঙে পরিচালকের। স্ত্রীর থেকে আলাদা থাকতে শুরু করেন রামগোপাল। যদিও পরিচালক বার বার জানিয়েছেন, ঊর্মিলার কারণে তাঁর সংসার ভাঙেনি। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণ প্রকাশ্যে আনতে রাজি নন তিনি।