Srijit Mukherji Health Update

হাসপাতালে পরীক্ষানিরীক্ষা চলছে, এখন পরিস্থিতি স্থিতিশীল! ঠিক কী হয়েছিল সৃজিতের?

শ্বাসকষ্টের সঙ্গে ছিল মাথা ঘোরা। খবর ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়েন সৃজিতের অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৩:১৭
Share:

এখন কেমন আছেন সৃজিত? ছবি: সংগৃহীত।

শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সৃজিত মুখোপাধ্যায়কে। শ্বাসকষ্টের সঙ্গে মাথা ঘোরার সমস্যা ছিল তাঁর। খবর ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়েন সৃজিতের অনুরাগীরা। শনিবার সকাল থেকে শুরু হয় নানা রকমের পরীক্ষানিরীক্ষা। চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন, এখন ভাল আছেন সৃজিত। পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ ইত্যাদি নির্ধারিত মাত্রার মধ্যেই রয়েছে বলে জানা যাচ্ছে। সম্ভবত, ‘প্যানিক অ্যাটাক’-এর কারণের আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এখনও পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক। তবে ঠিক কত দিন তাঁকে হাসপাতালে থাকতে হবে, তা এখনও জানা যায়নি।

Advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিতের পরিচালিত ছবি ‘কিলবিল সোসাইটি’। পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় অভিনীত এই ছবি রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। ছবিমুক্তির পরে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকের প্রতিক্রিয়া দেখতে পৌঁছে গিয়েছিলেন সৃজিতও। এক দিকে এই ছবির প্রচার, অন্য দিকে পরবর্তী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়েও তাঁর ব্যস্ততা চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন সৃজিত মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

উল্লেখ্য, ‘হেমলক সোসাইটি’র সিকুয়েল হিসেবে ‘কিলবিল সোসাইটি’ নিয়ে প্রথম থেকেই সৃজিতের অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। এই ছবিতে পরমব্রত ও কৌশানী ছাড়াও অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেনও। সৃজিতের পরবর্তী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র প্রযোজনা করছেন রানা সরকার। ২০২০ সালে ছবির কথা যৌথ ভাবে প্রথম ঘোষণা করেছিলেন প্রযোজক-পরিচালক। অবশেষে সেই ছবির কাজ শুরু হতে চলেছে এই বছর। নামভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। নটি বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিতে রয়েছেন দর্শনা বণিক, ইশা সাহাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement