Entertainment News

পার্টিতে মত্ত বলি সেলেবদের এমন বেসামাল ছবি দেখেছেন কখনও?

রাতভর নাচা গানা, উদ্দাম হুল্লোড়, ফূর্তি— এসব তো সেলেবদের কাছে জলভাত। সে বন্ধুদের সঙ্গে আউটিংয়েই হোক বা প্রফেশনাল প্রয়োজনে। পার্টি না হলে তাঁদের লাইফস্টাইলই সম্পূর্ণ হয় না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৫
Share:

রাতভর নাচা গানা, উদ্দাম হুল্লোড়, ফূর্তি— এসব তো সেলেবদের কাছে জলভাত। সে বন্ধুদের সঙ্গে আউটিংয়েই হোক বা প্রফেশনাল প্রয়োজনে। পার্টি না হলে তাঁদের লাইফস্টাইলই সম্পূর্ণ হয় না। সে না হয় ঠিক আছে। তা বলে পার্টিতে এমন বেসামাল? সে কী আর করা যাবে? তারকাদের মতি গতি বোঝা বড় দায়। কেউ নেশার ঘোরে বেসামাল, কেউ বা ভুলেছেন শালীনতা। তালিকায় শাহরুখ থেকে সলমন, প্রিয়ঙ্কা থেকে সোনম কপূর, বাদ যান না কেউই।

Advertisement

আরও পড়ুন: সত্যিই কি ঐশ্বর্যা-রণবীর ঘনিষ্ঠ? দেখুন ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement