গুলি চালানো ঘটনা নিয়ে মুখ খুললেন দিশা পটানির বাবা জগদীশ পটানি। ছবি: সংগৃহীত।
দিশা পটানির বাড়ির সামনে চলেছে গুলি। ঘটনায় ফের ত্রস্ত বলিউড। অভিনেত্রীর বরেলীর বাড়িতে মোটরবাইকে করে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় বলে পুলিশ সূত্রে খবর। এ বার এই ঘটনা নিয়ে মুখ খুললেন দিশার বাবা জগদীশ পটানি।
জগদীশ জানিয়েছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। আর একটু হলেই গুলি লাগত তাঁর গায়ে। জগদীশ সংবাদমাধ্যমকে বলেছেন, “৮ থেকে ১০ রাউন্ড গুলি ছুড়েছিল ওরা। গুলি আর একটু হলে আমার গায়ে এসে লাগত। আমার পোষ্য কুকুর জোরে ডাকতে শুরু করে। সঙ্গে সঙ্গে আমি সতর্ক হয়ে যাই। তা না হলে আমার গায়ে লাগত সেই গুলি। সামান্যের জন্য রক্ষা পেয়েছি।”
ভোরবেলা ঘটনাটি ঘটে। জগদীশ বলেছেন, “পুলিশ ওদের ধরার চেষ্টা করছে। তবে গুলি পরীক্ষা করে দেখা গিয়েছে, সেগুলি এই দেশের নয়। বিদেশে তৈরি। সমাজমাধ্যমে জানতে পারি, গোল্ডি ব্রার এই গুলিবর্ষণের দায় স্বীকার করেছে। তবে এখনও সবটা স্পষ্ট নয়।”
দুষ্কৃতীদের দাবি, দিশার দিদি খুশবু পটানি হিন্দু ধর্মের অসম্মান করেছেন। সেই প্রসঙ্গে জগদীশ বলেছেন, “আমার কন্যার নাম অযথা জড়ানো হচ্ছে প্রেমানন্দ মহারাজের সঙ্গে। আমরা সনাতনী। আমরা সাধুসন্তদের সম্মান করি। ওর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।”
সম্প্রতি এক জায়গায় অনিরুদ্ধাচার্য কিছু মন্তব্য করেন বিয়ের আগে একত্রবাসে থাকা মহিলাদের নিয়ে। সেই মন্তব্য ঘিরেই বিতর্তের সূত্রপাত। এমনকি, কটু ভাষাতেও আধ্যাত্মিক গুরুকে বিঁধেছিলেন খুশবু। প্রেমানন্দ মহারাজকে নিয়েও মন্তব্য করেছিলেন খুশবু।