Disha Patani

‘কখন যে কী হয়ে যাবে’, বাড়িতে গুলি চলতেই হাতে অস্ত্র তুলে নেওয়ার হুঙ্কার দিলেন দিশার দিদি!

দিশার বাড়িতে গুলি চালাল কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার। চুপ থাকার পাত্রী নন অভিনেত্রীর দিদি। সেনাবাহিনীর প্রাক্তন মেজর খুশবু পটানী দিলেন কড়া বার্তা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩০
Share:

আত্মরক্ষার পাঠ শেখালেন দিশার দিদি খুশবু। ছবি: সংগৃহীত।

মাত্র তিন দিন আগেই গুলি চলল অভিনেত্রী দিশা পটানীর বরেলীর বাড়িতে। মোটরবাইকে করে এসে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার দায় স্বীকার করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার। কিন্তু, চুপ থাকার পাত্রী নন অভিনেত্রীর দিদি। সেনাবাহিনীর প্রাক্তন মেজর খুশবু পটানী। এ বার কী করলেন তিনি?

Advertisement

দুষ্কৃতীদের দাবি, দিশার দিদি খুশবু পটানী হিন্দু ধর্মের অসম্মান করেছেন। সেই আক্রোশ থেকেই নাকি অভিনেত্রীর বাড়িতে গুলি চালায় তারা। দিশা মুম্বইয়ে থাকলেও তাঁর মা-বাবা-দিদি থাকেন বরেলীতে। এই ঘটনার পর আত্মরক্ষার পাঠ দিলেন খুশবু। বাড়িতে আচমকা হামলা হলে তার জন্য প্রস্তুতি আগেভাগে করে রাখতে হবে। দিশার দিদি সমাজমাধ্যমের পাতায় ভিডিয়ো পোস্ট করে দেখান, কী ভাবে মোবাইলের তার ও নাটবল্টুর সাহায্যে আত্মরক্ষা করা যায়।

খুশবুর এই ভিডিয়ো দেখে একাংশের মত, তিনি হয়তো নাম না করে দুষ্কৃতীদেরই বার্তা দিতে চেয়েছেন। পটানী পরিবার যে ভয় পায়নি, সেই বার্তাই কি দিতে চেয়েছেন? দিশার দিদি বলেন, ‘‘এই কলিযুগে কখন কী হয়ে যাবে, কেউ জানে না। লাইসেন্স সমেত অস্ত্র রাখা ভাল। না হলে কিছু আত্মরক্ষার টিপ্‌স দিচ্ছি।’’ যে ধরনের পদ্ধতি দেখিয়েছেন খুশবু, তাতে অনায়াসে যে কারও মুখ-চোয়াল ফেটে যাবে বলেই দাবি তাঁর। খুশবুর ভিডিয়ো দেখে একদল সমালোচনা করেছেন যেমন, আবার একদল তাঁদের গোটা পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement