Jeetu Kamal-Ditipriya Roy

এখনও সিদ্ধান্ত জানাননি দিতিপ্রিয়া! ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর ভবিষ্যৎ কী?

বাকি সকলে তাঁদের বক্তব্য জানিয়েছেন। বাকি ধারাবাহিকের নায়িকা। তিনি নাকি এই মুহূর্তে কথা বলার পরিস্থিতিতে নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ২৩:৫৬
Share:

ধন্দ জারি জীতু কমল-দিতিপ্রিয়া রায়ের মধ্যে। — ফাইল চিত্র।

জীতু কমল শুক্রবার বৈঠকের পরেই নিজের বক্তব্য জানিয়ে দিয়েছেন। বক্তব্য জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজনা সংস্থাও। ব্যতিক্রম দিতিপ্রিয়া রায়। রবিবারেও ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়িকা নীরব!

Advertisement

আর্টিস্ট ফোরামের তরফ থেকে সংগঠনের কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার ডট কম-কে বলেন, “আমরা আপ্রাণ চেষ্টা করছি, ধারাবাহিক যেন বন্ধ না হয়। কারণ, একটি ধারাবাহিকের পিছনে আরও অনেক অভিনেতা আর টেকনিশিয়ানের স্বার্থ জড়িত। ধারাবাহিক বন্ধ হলে তাঁদের উপার্জন বন্ধ হয়ে যাবে।” তাই তাঁরা আলোচনা সোমবার পর্যন্ত স্থগিত রেখেছেন।

এ দিকে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জীতু। দিতিপ্রিয়াও এই বিষয়ে এখনই বক্তব্য জানাতে নারাজ।

Advertisement

সোমবারও যদি দিতিপ্রিয়া কোনও উত্তর না দেন, তা হলে ধারাবাহিকের ভবিষ্যৎ কী?

ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের মুখ চেয়ে সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে নায়িকা যদি ইন্ডাস্ট্রির নিয়ম মেনে ‘এনওসি’ দিয়ে ধারাবাহিক ছেড়ে দিতে চান, সেটাই মেনে নেওয়া হবে। এ দিকে টলিপাড়ায় গুঞ্জন, ইতিমধ্যেই দিতিপ্রিয়ার জায়গায় জনপ্রিয় এক অভিনেত্রীর সঙ্গে প্রযোজনা সংস্থার কথা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement