সলমন, দীপিকা ও ক্যাটরিনারা বিয়েতে নেচে কত টাকা পান? ছবি: সংগৃহীত।
উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর। বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিয়ের আসরে বসেছে বলিউডের চাঁদের হাট। রণবীর সিংহ থেকে জাহ্নবী কপূর অনেকেই বিয়েতে নেচেছেন। তবে এই প্রথম নয়। প্রায়ই ‘হাই প্রোফাইল’ বিয়েতে নাচেন বলিউড তারকারা। কে কত পারিশ্রমিক পান?
অনন্ত অম্বানীর বিয়েতেও উদ্দাম নাচতে দেখা গিয়েছিল রণবীর সিংহকে। প্রায়ই বিয়ের আসরে নাচেন তিনি। শোনা যায়, ১ কোটি বা তার কিছু বেশি পারিশ্রমিক নেন তিনি।
আলিয়া ভট্টও একসময় নাচতেন বিয়ের অনুষ্ঠানে। তবে বিয়ের পরে সেই ভাবে তাঁকে দেখা যায় না। যদিও অনন্ত অম্বানীর বিয়েতে স্বামী রণবীর কপূরের সঙ্গে নেচেছিলেন। বিয়ের আসরে নেচে ১.৫ কোটি টাকা নেন বলে শোনা যায়।
বিয়ের অনুষ্ঠান সলমন খান নেচে মাতিয়ে রাখেন। তাঁর উপস্থিতিই গোটা আবহ বদলে দিতে পারে। বিয়ের আসরে নেচে তিনি নাকি ২ কোটি টাকা নেন। বলিউডের ছবিতে নিজের পছন্দমতো নাচ কোরিয়োগ্রাফি করে নেন তিনি। বেশি জটিলতা পছন্দ নয় তাঁর। তবে সেই নাচেই নাকি বাজিমাত করেন ভাইজান। একসময় বিয়ের অনুষ্ঠানে নাচা নিয়ে ছুতমার্গ ছিল রণবীর কপূরের। তবে নিজেই সেই ছক ভাঙেন। বিয়েতে নেচে ২ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।
বলিউডের ছবিতে তাঁর নাচ মুগ্ধ করে। সেই দীপিকা পা়ড়ুকোন বিয়ের আসরে নেচে ১ কোটি টাকা পারিশ্রমিক পান। ‘হুসন তেরা তৌবা তৌবা’ গানে তাঁর নাচ দেখে অবাক হয়েছিলেন দর্শক। সেই ভিকি কৌশলও বিয়ের আসরে নেচে ১ কোটি টাকা নেন। তবে ভিকি-ঘরনি অর্থাৎ ক্যাটরিনা কইফের পারিশ্রমিক অনেকটাই বেশি। বলিউডের ছবিতে তাঁর ‘শীলা কি জওয়ানি’, ‘চিকনি চামেলি’, ‘কমলি’-সহ বেশ কিছু জনপ্রিয় নাচের গান রয়েছে। তাই বিয়ের আসরও যে তিনি মুহূর্তে মাতিয়ে দেন, তা বলাই যায়। ৩.৫ কোটি টাকা পারিশ্রমিক নেন ক্যাটরিনা।
শাহরুখ খানও বিয়ের আসরে নেচেছেন। তিনি ৩ কোটি এবং অক্ষয় কুমার ২.৫ কোটি টাকা নেন বলে শোনা যায়।