Entertainment News

মেয়েরা মায়ের থেকেও বয়সে বড়! কী ঘটছে দিতিপ্রিয়ার জীবনে?

আসল ঘটনাটি ঠিক কী? কী ঘটছে এই ধারাবাহিকে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৯
Share:

রানির লুকে দিতিপ্রিয়া।

সম্পর্কে তাঁর মেয়ে। কিন্তু বয়সে মেয়েরা মায়ের থেকে বড়। ঠিক এ ঘটনাই ঘটছে দিতিপ্রিয়ার জীবনে। থুড়ি রানির জীবনে। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘রানি রাসমণি’।

Advertisement

আসল ঘটনাটি ঠিক কী? কী ঘটছে এই ধারাবাহিকে?

আসলে দিতিপ্রিয়া সবে মাধ্যমিক পাশ করেছেন। তিনি এখন ক্লাস ইলেভেনের ছাত্রী। বয়সে ছোট হলেও পরিণত বয়সের রানি রাসমণির চরিত্রে চুটিয়ে অভিনয় করছেন তিনি। অনস্ক্রিনে তাঁর মেয়ের চরিত্রে যাঁরা অভিনয় করছেন, তাঁরা আবার দিতিপ্রিয়ার তুলনায় বয়সে বড়। কিন্তু প্রত্যেকেই একে অপরের খুব ভাল বন্ধু। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দিতিপ্রিয়া শুটিংয়ের ফাঁকে তোলা ছবি শেয়ার করেছেন। সেখানেও ধরা পড়েছে তাঁদের বন্ধুত্ব।

Advertisement

দিতিপ্রিয়ার অভিনয় গত এক বছর ধরে দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে। যে ভাবে এত কম বয়সে পর্দায় পরিণত রানি রাসমণির চরিত্রে অভিনয় করছেন তিনি তা প্রশংসার দাবি রাখে বলে মনে করেন টলিউডের একটা বড় অংশ। সে কারণেই টিআরপির হিসেবেও প্রায় প্রতি সপ্তাহেই এই ধারাবাহিক থাকে প্রথম স্থানে।

আরও পড়ুন, ‘কুসুম দোলা’ শেষ, এখন কী করছেন মধুমিতা?

Depth of friendship does not depend on length of acquaintance ❤️ pc- @baruog (gogo)#Behind_the_scene #love_you_all

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্ল অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement