Divyanka Tripathi

রোজ রাতে মদ চাই দিব্যাঙ্কার স্বামীর, দু’পাত্র পেটে পড়লেই অন্য মানুষ হয়ে যান বিবেক!

দিব্যাঙ্কা ও তাঁর স্বামী দু’জনেই বিদেশি মদ সংগ্রহে রাখতে ভালবাসেন। কিন্তু কী ভাবে ধীরে মদে আসক্ত হয়ে উঠলেন অভিনেত্রীর স্বামী বিবেক?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৭:০৭
Share:

দু’পাত্র পেটে পড়লেই এই কাজটি করেন দিব্যাঙ্কার স্বামী। ছবি: সংগৃহীত।

দিব্যাঙ্কা ত্রিপাঠী টেলিভিশনের জনপ্রিয় বৌমা। তাঁর মিষ্টি স্বভাবের জন্য সহজে মন কেড়ে নেন দর্শকের। ২০১৭ সালে অভিনেতা বিবেক দাহিয়াকে বিয়ে করেন অভিনেত্রী। সুখেই সংসার করছিলেন। দেশে-বিদেশে ঘুরে বেড়ান যুগলে। বিয়ের পর কাজের সংখ্যা কমেছে দিব্যাঙ্কার। দাম্পত্য যে ভালই কাটছে তাঁদের, বোঝা যেত সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে। তাল কাটল অন্যত্র। দিব্যাঙ্কার স্বামী নাকি মদে আসক্ত। রোজ রাতে দেদার মদ্যপান করেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, দিব্যাঙ্কা এবং তাঁর স্বামী— দু’জনেই বিদেশি মদ সংগ্রহে রাখতে ভালবাসেন। কাজের সূত্রে দু’জনকেই এক শহর থেকে অন্য শহরে যেতে হয়। তাই বাড়িতেই একটি সুন্দর বার তৈরি করে রেখেছেন। তবে নেশা তেমন ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক জানান, কোভিডের সময় থেকে তিনি মদে আসক্ত হতে শুরু করেন। প্রতি রাতে মদ্যপান করতেন। অবস্থা এমন হয়েছিল যে একটি রাতও তিনি মদ ছাড়া থাকার কল্পনা করতে পারতেন না। তাঁর দাবি, মদ খেয়ে তাঁরা কেবল ভাল সিনেমা কিংবা ওয়েব সিরিজ়ই দেখতেন। বিবেকের কথায়, ‘‘লকডাউন শেষ হওয়ার পর যখন সকলে সাধারণ জীবনে ফিরে কাজ করতে শুরু করেছে, দেখলাম আমার ভুঁড়ি হয়ে গিয়েছে, চুল পড়ে যাচ্ছে, চোখের তলায় কালি, সঙ্গে শুরু হয়েছে হজমের সমস্যা।”

কিন্তু এত কিছুর পরেও মদ ছাড়তে পারছিলেন না। একসময় বিবেক বুঝতে পারলেন, তিনি নিজেকে এ ভাবে দেখতে চান না। তাই সময় নষ্ট না করে মনোবিদের পরামর্শ নিতে শুরু করেন। বিবেক জানান, এখন তিনি সুস্থ ও সুষ্ঠু জীবনযাপন করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement