Entertainment News

অমিতাভের সঙ্গে এই শিশুটি কে জানেন?

পুরনো ফ্রেমে থমকে রয়েছে বয়স। তবে অমিতাভ একা নন, তাঁর কোলে এক ফুটফুটে শিশু। কে এই শিশু?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ১৯:২৯
Share:

এই ছবিটি শেয়ার করেছেন অমিতাভ। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সে ছিল একদিন। তিনি তখন যুবক। রাজত্ব শুরু করেছেন বলিউডে। কান ঢাকা চুলের সেই যুবা মন ভুলিয়েছিলেন কত তরুণীর। তিনি অমিতাভ বচ্চন। সে দিনের সেই যুবক সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সে সময়ের একটি ছবি।

Advertisement

পুরনো ফ্রেমে থমকে রয়েছে বয়স। তবে অমিতাভ একা নন, তাঁর কোলে এক ফুটফুটে শিশু। কে এই শিশু?

এর উত্তর পেতে বোধহয় খুব একটা ভাবনা চিন্তার প্রয়োজন নেই। কারণ অমিতাভের সঙ্গে শিশুটির মুখের অনেক মিল। শিশুটি অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন।

Advertisement

আরও পড়ুন, অমিতাভ-জয়ার কত টাকার সম্পত্তি রয়েছে জানেন? চমকে যাবেন

ছবিটি শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘শ্বেতা… আমি তোমাকে ভালবাসি… আমি কি তোমাকে ফের এ ভাবে ফিরে পেতে পারি…’

বাবামেয়ের এই পুরনো ছবি এখন সোশ্যাল দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে।

বাবামেয়ের এই পুরনো ছবি এখন সোশ্যাল দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement