জনসমক্ষে কী ঘটল? ছবি: সংগৃহীত।
বিতর্কের পর বিতর্ক। সম্প্রতি এক অনুষ্ঠানকে কেন্দ্র করে টলিপাড়ায় জোর চর্চা। বিখ্যাত এক অনুষ্ঠানে যে এমন কিছু ঘটবে, তা আশা করেননি কেউই। সেখানে উপস্থিত অভিজ্ঞ ব্যক্তিদের ভাবনাচিন্তার দিকেও আঙুল তুলেছেন একাংশ। শোনা যায়, শুধু সম্প্রচারের পর নয়, শুটিংয়ে সময়েও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রবীন্দ্র নৃত্যনাট্যকে কেন্দ্র করে সমাজমাধ্যমের পাতা এমনিই উত্তপ্ত। সে দিন মঞ্চে অনেকেই সংশ্লিষ্ট উপস্থাপনার বিপক্ষে মন্তব্য করেছিলেন।
সে দিন অতিথি হিসাবে যিনি উপস্থিত হয়েছিলেন তাঁর সঙ্গে নাকি রীতিমতো বচসাও হয়েছিল। সূত্র বলছে, এককালে দুই বর্ষীয়ান অভিনেতার মধ্যে বিশেষ সখ্য ছিল। সেই বন্ধুত্বের খাতিরেই অতিথি হতে রাজি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। কিন্তু তার পর যে এমন ঘটনা ঘটবে, তা উপস্থিত অনেকেই ভাবতে পারেননি। স্টুডিয়োপাড়ায় ফিসফাস, সে দিন পরিস্থিতি এমনই হয়েছিল যে সবার মুখ থমথমে হয়ে যায়।
সূত্র বলছে, বিশেষ অতিথিকে শুনতে হয়েছে, তিনি ‘পুরনো ধ্যানধারণার মানুষ’। যদিও এ প্রসঙ্গে প্রকাশ্যে কোনও কথা বলেননি কেউ। টেলিপাড়ার অন্দরে প্রতি দিন এমন নানা ধরনের ঘটনা ঘটতে থাকে। কিছু ঘটনা প্রকাশ্যে আসে। আবার কিছু ঘটনা ধামাচাপা পড়ে যায়। এই আলোচিত অনুষ্ঠানের অনুরাগীর সংখ্যা কম নয়। কিন্তু সেটে যে এমনও কিছু হবে, তা ভাবনার বাইরে ছিল। শোনা যায়, সে দিন তর্ক-বিতর্ক এতই বেড়ে গিয়েছিল অনেকেই সে সময় চুপ হয়ে গিয়েছিলেন।
পরে সেই অনুষ্ঠান নিয়ে সমাজমাধ্যমের পাতায়ও বিস্তর লেখালেখি হয়েছে। এমনকি এই ঘটনায় অসন্তুষ্ট টলিপাড়ার অনেকেই।