—প্রতীকী ছবি।
প্রেমের বয়স খুব বেশি দিনের নয়। প্রকাশ্যে ইদানীং হাত ধরে তাঁদের দেখা যায়। কিন্তু এখনও সম্পর্কের কথা স্বীকার করতে নারাজ ছোট পর্দার নায়ক-নায়িকা। অভিনেতাকে আবার শুধু ছোট পর্দার বললে ভুল বলা হবে। ধারাবাহিকের পাশাপাশি নায়ক বড় পর্দায়ও অভিনয় করেছেন। টেলিপাড়ার এই অভিনেতার জীবন বর্ণময়। বড় পর্দার এক নায়িকা এবং অভিনেতার প্রেম নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়েছিল অনেক। সে সব অতীত। সেই অভিনেত্রীর এখন সুখী গৃহকোণ। প্রেম ভাঙার পর নায়কও নতুন ঘর পেয়েছেন। একসঙ্গে কাজের সূত্রেই তাঁদের আলাপ। সেই আলাপ প্রেমে রূপান্তরিত হবে তাঁরা নিজেরাও বোঝেননি। কারণ নায়িকা যে খুবই ছোট। প্রায় ১০ বছরের বেশি পার্থক্য। অভিনেত্রী সবে ২২ বা ২৩। সেখানে নায়ক পার করেছেন ৩৫। ইন্ডাস্ট্রিতে ফিসফাস,আপাতত বড় বয়সের প্রেমিকের কথাতেই উঠছেন আর বসছেন নায়িকা।
সেই কথা মতো বাইপাসের ধারে একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়াও নিয়েছেন তাঁরা। এক বছর আগে অভিনেতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকারা। যদিও স্টুডিয়ো পাড়ার অন্দরে আলোচনা, সব অতীত ভুলে নায়িকা জড়িয়েছেন অভিনেতার প্রেমে। তাঁর কথাতেই নিজের বাড়ি ছেড়ে গগনচুম্বী ফ্ল্যাটে গিয়ে থাকছেন দুজনে। একত্রবাসের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এ কথা প্রকাশ্যে বলতে নারাজ তাঁরা। মাসের শেষে প্রেমিকার থেকে সেই বাড়ি ভাড়ার অর্ধেক টাকাও নাকি নেন নায়ক। অভিনেত্রী তাতেই খুশি। তাঁকে অনেক দিন ছোট পর্দায় দেখা যাচ্ছে না। তবে নায়ক চুটিয়ে ছোট পর্দায় অভিনয় করছেন। সূত্র বলছে, ২০২৬ সালে নাকি তাঁরা বিয়েও করবেন।