—প্রতীকী ছবি।
কার মনে কখন কী যে চলে, সে খোঁজ রাখা বেশ কঠিন বিষয়। টলিপাড়ার অন্দরে প্রেমে পড়া, সম্পর্কের ভাঙা-গড়া, পরকীয়া—এ সব আকছার ঘটে। দিন কয়েক আগে এক জনপ্রিয় নায়কের প্রেম ভাঙার জল্পনায় সরগরম ছিল টলিপাড়া। এ বার ফিসফাস শুরু আর এক নায়ক-নায়িকাকে ঘিরে। অভিনেতা আবার বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন। টলিপাড়ায় তাই একটু অন্য চোখেই তাঁকে দেখেন সবাই।
এ দিকে অভিনেত্রী বেশ পরিশ্রম করেই স্টুডিয়ো পাড়ায় নিজের জমি শক্ত করেছেন। দাপুটে নায়িকাদের তালিকায় অন্যতম তিনি। সম্প্রতি তাঁদের একসঙ্গে দেখেই চোখ কপালে টলিপাড়ার অনেকের। দু’জনেরই সংসার আছে, আলাদা আলাদা। তাঁদের এ ভাবে দেখবেন, তা অনেকেই নাকি ভাবতে পারেননি!
সম্প্রতি, শহরের এক প্রভাবশালী ব্যক্তি আয়োজন করেছিলেন বিরাট পার্টির। সেখানেই আমন্ত্রিত ছিলেন টলিপাড়ার তাবড় অভিনেতা, প্রযোজক, পরিচালকেরা। সেখানেই এমন দৃশ্য দেখে চোখ কপালে।
বন্ধ ছিল দরজা। তাই নাকি নিশ্চিন্তে একে অন্যকে চুম্বনে মত্ত ছিলেন তাঁরা। হুঁশই ছিল না। সম্বিত ফিরতেই নাকি একেবারে অস্বস্তিকর পরিস্থিতি। পার্টির অনেকেই নাকি ভাবতে পারেননি, এমন দৃশ্যের সাক্ষী থাকতে হবে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এমনিই আলোচনার শেষ নেই। নায়ক এবং নায়িকার বিয়ের আগে বিপুল বিতর্ক হয়েছে। দু’জনেরই প্রেমের বিয়ে। তাঁদের বিয়ের কথা কাক পক্ষীতেও টের পায়নি। এত কাণ্ডের তাঁদের এই দৃশ্য! যা দেখে আলোচনা তুঙ্গে।