‘ভাইভাই’ ছবিটির নেপথ্যের গল্পটা জানেন কি?

বান্দ্রার রাস্তায় একসঙ্গে সাইকেল চালাচ্ছেন শাহরুখ এবং সলমন। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় এই ‘ভাইভাই’ ছবিটি ভাইরাল হয়েছিল। কিন্তু এর নেপথ্যের গল্পটা জানেন কি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৬ ১৩:৫৩
Share:

ভাইরাল হওয়া সেই ছবিটি।— টুইটারের সৌজন্যে।

বান্দ্রার রাস্তায় একসঙ্গে সাইকেল চালাচ্ছেন শাহরুখ এবং সলমন। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় এই ‘ভাইভাই’ ছবিটি ভাইরাল হয়েছিল। কিন্তু এর নেপথ্যের গল্পটা জানেন কি?

Advertisement

আর পাঁচটা দিনের মতোই শুটিং শেষ। সে দিন একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে শাহরুখকে যেতে হয়েছিল। যাওয়ার আগে শাহরুখ ফোন করে ডেকে নেন সলমনকে। তার পর বিরিয়ানি, কাবাব দিয়ে খানদানি ডিনার সারেন তাঁরা। দুই বন্ধুর রাতভোর চলে তুমুল আড্ডা। পরের দিন সকালে সাইকেল চড়ার প্রস্তাব দেন সলমন। মুহূর্তে রাজিও হয়ে যান কিঙ্গ খান। ডেকে নেন বড় ছেলে আরিয়ানকেও। ভোর সাড়ে পাঁচটা নাগাদ সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন দুই তারকা। পরে সেই ছবিই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

গোটা ঘটনার পর বলি পাড়ার একটা বড় অংশ বলছে, প্রফেশনাল রেষারেষি যতই থাকুক, ব্যক্তিগত বন্ধুত্বের জায়গাটা ঝালিয়ে নিয়ে সকলের সামনে পজিটিভ বার্তাই দিলেন দুই তারকা।

Advertisement

আরও পড়ুন, সলমনের ‘ধর্ষণ’ মন্তব্যে কী বললেন শাহরুখ?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement