Entertainment News

তৈমুরের জন্মদিনে সইফ-করিনার প্ল্যান কী?

শিশুদের একটি অনুষ্ঠানে গিয়ে করিশ্মা বলেছেন, ‘‘তৈমুরের প্রথম জন্মদিন আসছে। বার্থডে নিয়ে আমরা খুবই উত্তেজিত। এটা আমাদের পরিবারের কাছে খুবই স্পেশাল মূহুর্ত।’’

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ১৩:৫০
Share:

সুখী পরিবার। ছবি: করিনা কপূরের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

বলিউডের এই স্টারকিড সবসময়ই আলোচনার কেন্দ্রে। সামনেই তার প্রথম জন্মদিন।

Advertisement

আরও পড়ুন, ‘তৈমুরকে ছাড়া ভাল আছি’ কেন বললেন সইফ?

আরও পড়ুন, এই মহিলার সঙ্গে আরিয়ানের কোনও বিশেষ সম্পর্ক রয়েছে?

Advertisement

এক বছর বয়স হওয়ার আগেই সেলেব তকমা পেয়েছে তৈমুর আলি খান। অন্তত সোশ্যাল মিডিয়ায় ছোটে নবাবের জনপ্রিয়তা যে তুঙ্গে তা এক কথায় বলাই যায়। কখনও মা করিনা কপূরের সঙ্গে বিমানবন্দরে তাকে ফ্রেমবন্দি করছেন পাপারাত্‌জিরা। কখনও বা বাবা সইফের সঙ্গে তার বিদেশ ভ্রমণের ছবি ভাইরাল হয়েছে।

সামনেই ছোটে নবাবের প্রথম জন্মদিন। আর তাতে যে ধুমধাম হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী ২০ ডিসেম্বর এক বছর হবে তৈমুরের। সেই জন্মদিন নিয়ে প্রায় দেড় মাস আগে থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে মিডিয়া মহলে।

ছেলের জন্মদিন নিয়ে কী প্ল্যান করছেন সইফ-করিনা?

না, সরাসরি সইফ বা করিনা এখনই ছেলের বার্থডে সেলিব্রেশন নিয়ে কিছু জানাননি। তবে তৈমুরের মাসি, অর্থাত্ করিশ্মা কপূরের কথায় ইঙ্গিত মিলেছে ছোটে নবাবের জন্মদিন নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে দুই পরিবার।

বিজ্ঞাপনের শুটিংয়ে। করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ান। করিনার কোলে তৈমুর। ছবি: করিশ্মার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

মিসকায়রার খবর অনুযায়ী, শিশুদের একটি অনুষ্ঠানে গিয়ে করিশ্মা বলেছেন, ‘‘তৈমুরের প্রথম জন্মদিন আসছে। বার্থডে নিয়ে আমরা খুবই উত্তেজিত। এটা আমাদের পরিবারের কাছে খুবই স্পেশাল মূহুর্ত।’’

স্পেশাল দিনে স্পেশাল কী হচ্ছে?

করিশ্মা জানিয়েছেন, খুব বড় করে হয়তো কোনও সেলিব্রেশন হবে না। তবে দুই পরিবার সেদিন এক সঙ্গে সময় কাটাবে।

আর সেই উপলক্ষে ২০ ডিসেম্বর এক ফ্রেমে ধরা দেবে পতৌদি ও কপূর পরিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন