Deepika Padukone

এই ব্যাগের দাম আড়াই লাখ, এ ব্যাগের মালকিন কে জানেন?

হ্যান্ডব্যাগের প্রতি বলি নায়িকাদের একটা অন্যরকম প্যাশন রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১০:৩৩
Share:

এই ব্যাগটির-ই দাম আকাশছোঁয়া!

সেলেব্রিটি মানেই আপাদমস্তক ডিজাইনার। সেরা পোশাক, সেরা ব্যাগ। জুতো। গয়না, অ্যাকসেসরিজ, সবটাই এক্কেবারে আলাদা। বলিউডের নায়িকারাও তাঁর ব্যতিক্রম নন। দীপিকা পাড়ুকোন তো ফ্যাশনিস্তা। তবে তাঁর একটা ব্যাগের দাম কত জানলে চমকে যাবেন!

Advertisement

হ্যান্ডব্যাগের প্রতি বলি নায়িকাদের একটা অন্যরকম প্যাশন রয়েছে। কেউ ইতালি, কেউ বা ফরাসি ডিজাইনারের ডিজাইনের ব্যাগ ব্যবহার করে তাক লাগিয়ে দেন। সম্প্রতি বান্দ্রায় দীপিকা পাড়ুকোনের হাতে দেখা গিয়েছে একটি ডিজাইনার ব্যাগ। তার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জল্পনা। ‘পদ্মাবত’ নায়িকার ব্যাগের দাম কত হতে পারে, তা নিয়ে মন্তব্যও ভেসে আসে।

এক্কেবারে ঠিক, কুল টোটে ব্যাগটি সেলিনের। অসাধারণ সব রঙের ডিজাইনার ব্যাগ থাকে দীপিকার কাছে, যা রীতিমতো ঈর্ষণীয়। দীপিকার এই ব্যাগটির দাম প্রায় আড়াই লক্ষ টাকা।

Advertisement

আড়াই লক্ষ টাকার ব্যাগটির মালকিন দীপিকা পাড়ুকোন।

আরও পড়ুন: আরও হট লুকে মৌনী, ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়​

আরও পড়ুন: চলে গেল সলমনের ‘মাই লভ’​

মাল্টিকালার বেবিগ্রেনড কাফস্কিন লাগেজ ব্যাগটি প্রায় দুটি আইফোনের সমান দাম। কারণ একেকটি আইফোন এক্স-এস ম্যাক্সের দামই ধার্য করা হয়েছে প্রায় এক লক্ষ নয় হাজার ৯০০ টাকা। সেখানে দীপিকার এই ব্যাগটির দাম প্রায় আড়াই লক্ষ টাকার কাছাকাছি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement