Entertainment News

ইনিই নাকি কৃষ্ণ?

চিনতে পারছেন? ইনিই কৃষ্ণ! ‘মহাভারত’-এর কৃষ্ণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ১৭:০৫
Share:

‘মহেঞ্জোদড়ো’ ছবিতে এই লুকেই দেখা গিয়েছিল নীতীশকে।

চিনতে পারছেন? ইনিই কৃষ্ণ! ‘মহাভারত’-এর কৃষ্ণ। অর্থাত্ অভিনেতা নীতীশ ভরদ্বাজ।

Advertisement

আরও পড়ুন, পরের ছবির জন্য ছ’কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন করিনা?

টেলিভিশনে বি আর চোপড়ার ‘মহাভারত’ এক সময় ঘুম কেড়ে নিয়েছিল দর্শকদের। টেলিকাস্টের সময় নাকি রাস্তা ফাঁকা হয়ে যেত— এতটাই জনপ্রিয়তা পেয়েছিল ওই টেলি সিরিয়ালটি। সেই মেগায় কৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন নীতীশ ভরদ্বাজ। উপরের ছবিটিও তাঁর। ‘মহেঞ্জোদড়ো’ ছবিতে এই লুকেই দেখা গিয়েছিল নীতীশকে। ২০১৬-এ মুক্তিপ্রাপ্ত এই ছবিতেই তাঁকে শেষ বার দেখা গিয়েছে বড়পর্দায়।

Advertisement

একইসঙ্গে টেলিভিশন ও ফিল্মে কেরিয়ার শুরু করেছিলেন নীতীশ। ‘আজব গজব ঘর জামাই’ তাঁর টেলিভিশনের জনপ্রিয় কাজ। জাতীয় পুরস্কার জয়ী ছবি ‘ত্রিশাঙ্গি’, ‘মহাভারত’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। শুধু অভিনয় নয়, ১৯৯৬ থেকে নীতীশ শুরু করেছেন তাঁর রাজনৈতিক কেরিয়ারও। সে সময় থেকেই বিজেপিতে যোগ দেন তিনি।

কৃষ্ণের লুকে অভিনেতা নীতীশ ভরদ্বাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement