Entertainment News

এয়ারটেল গার্লের সঙ্গে ডেটিং করছেন এই বলিউড তারকা

এয়ারটেলের সেই বিজ্ঞাপনটা মনে আছে তো। ব্লান্ট কাট চুলের মিষ্টি মতো মেয়ে, স্টেজে দাঁড়িয়ে মাইক হাতে ‘গোল নেহি হ্যায় দুনিয়া’ বলে চিৎকার করে যাচ্ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ১৩:১৬
Share:

এয়ারটেলের সেই বিজ্ঞাপনটা মনে আছে তো। ব্লান্ট কাট চুলের মিষ্টি মতো মেয়ে, স্টেজে দাঁড়িয়ে মাইক হাতে ‘গোল নেহি হ্যায় দুনিয়া’ বলে চিৎকার করে যাচ্ছিল। কখনও আবার তিনিই গ্রামের প্রতিযোগিতায় এয়ারটেল চ্যালেঞ্জ নেন। হ্যাঁ সেই এয়ারটেল ফোর জি কন্যার কথাই হচ্ছে। তিনি সাশা ছেত্রি। শহরের রাস্তায় বড় বড় হোর্ডিং থেকে শুরু করে ইন্টারনেটের দেওয়ালে এয়ারটেলের বিজ্ঞাপনে এখন সর্বত্রই তাঁর উপস্থিতি।

Advertisement

আরও পড়ুন: বিশ্বাস না হলেও এই বলিউড তারকাদের বয়স একই!

এই ছবিটিই শেয়ার করেছেন সচিন। ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে

Advertisement

সূত্রের খবর, এক বলিউড তারকার সঙ্গে ডেটিং করছেন সাশা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে সাশার সঙ্গে বেশ কয়েকটি সেলফি পোস্ট করেছেন সঙ্গীত পরিচালক সচিন গুপ্ত। ছবি থেকেই দু’জনের কেমিস্ট্রি আন্দাজ করা যায়। এয়ারটেল কন্যার সঙ্গেই কী তা হলে চুটিয়ে প্রেম করছেন ‘ফাইন্ডিং ফ্যানি’র সঙ্গীত পরিচালক? উত্তরটা তো সময়ই দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement