Entertainment News

কোথায় সন্তানের জন্ম দেবেন করিনা?

নতুন সদস্যের জন্য এখন থেকেই সব রকম ভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে খান এবং কপূর পরিবার। সব ঠিক থাকলে সইফ-করিনার প্রথম সন্তানের জন্ম হবে আগামী ডিসেম্বরে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ১০:১০
Share:

নতুন সদস্যের জন্য এখন থেকেই সব রকম ভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে খান এবং কপূর পরিবার। সব ঠিক থাকলে সইফ-করিনার প্রথম সন্তানের জন্ম হবে আগামী ডিসেম্বরে।

Advertisement

কিন্তু কোথায়? মুম্বইয়ের কোনও নার্সিংহোমেই কি প্রথম সন্তানের জন্ম দেবেন বেবো?

বি-টাউনের অন্দরে কান পাতলে যদিও শোনা যাচ্ছে অন্য কথা। কপূর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র মারফত্ জানা গিয়েছে, সন্তানের জন্মের আগেই লন্ডন চলে যাবেন দম্পতি। এমনিতেই মিনি ভ্যাকেশনে যাওয়ার কথা রয়েছে তাঁদের। তাই লন্ডনে গিয়েই ‘বেবিমুন’ কাটানোর পর সন্তানেরও জন্ম দেবেন বেগমসাহেবা।

Advertisement

কিন্তু লন্ডনকেই কেন বেছে নিলেন দম্পতি?

সূত্রের খবর, প্রেগন্যান্সির কথা জানাজানি হতেই মিডিয়া প্রায় ছায়ার মতো ফলো করতে শুরু করেছে করিনাকে। আর এটা নিয়ে যথেষ্ঠ রিঅ্যাক্ট করেছেন নায়িকা। বুঝিয়ে দিয়েছেন তাঁর এ সব আচরণ একেবারেই পছন্দ নয়। কিন্তু পাপারাত্‌জিরা নিজের পেশার তাগিদে ফের সেই কাজ করছেন। আর এতেই স্ট্রেস বাড়ছে করিনার। এ ছাড়াও শর্মিলা ঠাকুর দীর্ঘদিন লন্ডনে ছিলেন। তাঁর মতে সইফ-করিনার প্রথম সন্তান জন্মের জন্য ‘লেস স্ট্রেসফুল’ জায়গা হল লন্ডন। সে কারণেই সন্তানের জন্মের বেশ কিছুদিন আগেই হয়তো লন্ডন পাড়ি দেবেন দম্পতি।

আরও পড়ুন, ‘বেবিমুন’-এর প্ল্যান করছেন সইফ-করিনা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement