Entertainment News

দেবের সঙ্গে নাচতে চান? জেনে নিন কবে আসবে সে সুযোগ…

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আসন্ন পুজোয় মুক্তি পেতে চলেছে নায়ক তথা প্রযোজক দেবের সিনেমা ‘হইচই আনলিমিটেড’। অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির মাধ্যমেই নাকি আসতে চলেছে দেবের সঙ্গে নাচের সুযোগ। কিন্তু কী ভাবে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৪:০৮
Share:

আপনি তৈরি তো? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

নাচের সুযোগ। তাও আবার নায়ক দেবের সঙ্গে। এমন সুযোগ তো সচরাচর পাওয়া যায় না। তবে এ বার আসতে চলেছে তেমনই সুযোগ। আর সে খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন খোদ অভিনেতা।

Advertisement

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আসন্ন পুজোয় মুক্তি পেতে চলেছে নায়ক তথা প্রযোজক দেবের সিনেমা ‘হইচই আনলিমিটেড’। অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির মাধ্যমেই নাকি আসতে চলেছে দেবের সঙ্গে নাচের সুযোগ। কিন্তু কী ভাবে?

টুইটারে নিজের নাচের স্টেপের একটি ছবি পোস্ট করেছেন দেব। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হইচই আনলিমিটেড-এ আনলিমিটেড হইচইয়ের জন্য ফাইনাল রাউন্ডের রিহার্সাল। আমাদের সঙ্গে নাচের জন্য তৈরি হয়ে যান…।’

Advertisement

আরও পড়ুন, নওয়াজের সঙ্গে যৌন দৃশ্য ভাইরাল, কী বলছেন ঈশিকা?

অভিনব কায়দায় এই ছবির কাস্ট লিস্ট প্রকাশ্যে এনেছিলেন দেব। নিজের রেস্তোরাঁয় একটি ভিডিওর মাধ্যমে অভিনেতা-অভিনেত্রীদের দর্শকদের সামনে নিয়ে এসেছিলেন তিনি। তবে সেই তালিকা নিয়ে পরে সমস্যাও হয়।

প্রথমে এই ছবিতে ঘোষণা করা হয়েছিল মিমি চক্রবর্তীর নাম। কিন্তু কোনও অজানা কারণে তিনি প্রজেক্টটি থেকে সরে দাঁড়ান। শোনা গিয়েছিল, মিমির জায়গায় এই ছবিতে দেবের সঙ্গে ফের জুটি বাঁধবেন রুক্মিণী মৈত্র। কিন্তু শেষ পর্যন্ত কৌশানীকে কাস্ট করেন পরিচালক।

আরও পড়ুন, ‘তোমায় মিস করছি’, মুখ খুললেন মিমি

অন্যদিকে প্রিয়ঙ্কা সরকারও ‘হইচই আনলিমিটেড’ থেকে সরে যান। ফলে সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোজাকে। রোজার চরিত্রটির নাম শাবানা। তিনি এক জন উঠতি অভিনেত্রী। ‘হইচই আনলিমিটেড’এ অর্ণ মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে রোজাকে। এ ছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায় খরাজ মুখোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয় সমৃদ্ধ করবে এই ছবিকে। ছবিটির বেশ কিছু অংশের শুটিং হয়েছে উজবেকিস্তানে। 🕺🏼

অন্যদিকে প্রিয়ঙ্কা সরকারও ‘হইচই আনলিমিটেড’ থেকে সরে যান। ফলে সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোজাকে। রোজার চরিত্রটির নাম শাবানা। তিনি এক জন উঠতি অভিনেত্রী। ‘হইচই আনলিমিটেড’এ অর্ণ মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে রোজাকে। এ ছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায় খরাজ মুখোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয় সমৃদ্ধ করবে এই ছবিকে। ছবিটির বেশ কিছু অংশের শুটিং হয়েছে উজবেকিস্তানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement