Entertainment News

অমিতাভ আর শ্বেতার বিজ্ঞাপন দেখে ব্যাঙ্ক ইউনিয়নগুলি চটে গেল কেন?

দেড় মিনিটের ছোট্ট এই বিজ্ঞাপনী ভিডিয়োতে মেয়েকে (শ্বেতা) সঙ্গে নিয়ে পেনশনের জন্যে ব্যাঙ্কে গিয়েছেন এক ব্যক্তি (অমিতাভ বচ্চন)। তবে পেনশন তুলতে নয়, পেনশন ফেরত দিতে। হ্যাঁ, এক বারের জায়গায় দু’বার ঢুকেছে পেনশন। আর সেই পেনশন ফেরত দিতে গিয়ে এ টেবিল থেকে সে টেবিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮ ১৯:১০
Share:

একটি গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে সম্প্রতি অমিতাভ বচ্চন এবং শ্বেতা বচ্চন নন্দাকে দেখা গিয়েছে। ছবি: সোশ্যাল মিডিয়া

সেই ছাপোষা মানুষের পেনশনের জন্য ব্যাঙ্কে ঢুকে এ টেবিল থেকে সে টেবিলে ঘুরে বেড়ানোর কাহিনি। তবে মুখটা এক জন সেলিব্রিটির। সঙ্গে তাঁর কন্যা।

Advertisement

কেরলের একটি গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে সম্প্রতি অমিতাভ বচ্চন এবং শ্বেতা বচ্চনকে দেখা গিয়েছে এ ভাবেই। কিন্তু সেই বিজ্ঞাপনকে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক।

কিন্তু কেন এই বিতর্ক, আর কী বা এমন আছে ওই ভিডিয়োতে?

Advertisement

দেড় মিনিটের ছোট্ট এই বিজ্ঞাপনী ভিডিয়োতে মেয়েকে (শ্বেতা) সঙ্গে নিয়ে পেনশনের জন্যে ব্যাঙ্কে গিয়েছেন এক ব্যক্তি (অমিতাভ বচ্চন)। তবে পেনশন তুলতে নয়, পেনশন ফেরত দিতে। হ্যাঁ, এক বারের জায়গায় দু’বার ঢুকেছে পেনশন। আর সেই পেনশন ফেরত দিতে গিয়ে এ টেবিল থেকে সে টেবিল। এক্কেবারে শেষে ব্রাঞ্চ ম্যানেজারের টেবিলে হাজির বাবা আর মেয়ে। টাকা ফেরত নিতে এখন হাজারো ঝঞ্ঝাট, তাই টাকাটা বাড়ি ফেরত নিয়ে যেতে বলছিলেন ব্রাঞ্চ ম্যানেজার। আর তখনই তেলেবেগুনে জ্বলে ওঠেন ওই ব্যক্তি।

দেখুন ভিডিয়ো

আর এখানেই ঘোরতর আপত্তি জানিয়েছেন ব্যাঙ্ক ইউনিয়নগুলি। বিজ্ঞাপনটির উপস্থাপনা নিয়েই মূলত তাদের আপত্তি। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশনসের তরফে জানানো হয়েছে, এই বিজ্ঞাপনে খুব বাজে ভাবে দেশের ব্যাঙ্কগুলিকে কুনজরে দেখানো হয়েছে। আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের ব্যাঙ্কগুলির উপর আস্থা ভাঙার চেষ্টা করা হয়েছে এই বিজ্ঞাপনের মাধ্যমে।

আরও পড়ুন: মা নেই, ‘ধড়ক’-এর প্রিমিয়ারে কেঁদে ফেললেন জাহ্নবী

আরও পড়ুন: ছেলেকে ক্যানসারের খবর দেওয়াটা কঠিন ছিল, বলছেন সোনালি

এআইবিওসির সাধারণ সম্পাদক সৌম্য দত্তের অভিযোগ, ‘‘ওই বিজ্ঞাপনে আখেরে বিজ্ঞাপনী সংস্থারই লাভ। ব্যাঙ্ক ম্যানেজমেন্ট তো বটেই সঙ্গে মিস্টার বচ্চনও নিজেদের সুবিধা দেখতে গিয়ে ব্যাঙ্কগুলির একটা নেতিবাচক এবং মিথ্যে ইমেজ তৈরি করেছেন।’’

তবে ওই গয়না প্রস্তুতকারক সংস্থা ইউনিয়নগুলির সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, ‘‘একটা বিজ্ঞাপন মানে তো, ফিকশন। মিথ্যা গল্প বানানো।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement