আমাকে আন্টি বলো না: রাধিকা আপ্তে

আন্টি নিয়ে বেশ আপত্তি আছে তাঁর। থাকতেই পারে। তাঁর মতো অমন লাস্যময়ীকে কেউ ‘আন্টি’ বললে তা কী করে মেনে নেবেন রাধিকা? নাহ! ব্যাপারটা ঠিক এমনটা নয়। তাঁকে কেউ ‘আন্টি’ বলেনি। কিন্তু অনেকের মধ্যেই ‘আন্টি-আন্টি’ ভাব কাজ করে এমনটাই বললেন নায়িকা। নিজের পরবর্তী ছবি ‘ফোবিয়া’ নিয়ে নতুন একটি প্রোমশনাল ভিডিওতে ঠিক কী বললেন রাধিকা আপ্তে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ১৩:০১
Share:

আন্টি নিয়ে বেশ আপত্তি আছে তাঁর। থাকতেই পারে। তাঁর মতো অমন লাস্যময়ীকে কেউ ‘আন্টি’ বললে তা কী করে মেনে নেবেন রাধিকা? নাহ! ব্যাপারটা ঠিক এমনটা নয়। তাঁকে কেউ ‘আন্টি’ বলেনি। কিন্তু অনেকের মধ্যেই ‘আন্টি-আন্টি’ ভাব কাজ করে এমনটাই বললেন নায়িকা। নিজের পরবর্তী ছবি ‘ফোবিয়া’ নিয়ে নতুন একটি প্রোমশনাল ভিডিওতে ঠিক কী বললেন রাধিকা আপ্তে? বললেন, ‘কে বলেছে ফোবিয়া শুধু ‘ডার্ক’ই হয়। অনেক মজার ফোবিয়াও আছে।’ এরপরেই বললেন ‘আন্টি-ও-ফোবিয়া’র কথা। বললেন, ‘যখন আপনি তরুণ তখন আপনার ভিতরের আন্টি সবসময় আপনাকে জিজ্ঞাসা করতে থাকে, বেটা কবে বিয়ে করছ? রোদে ঘুরে ঘুরে তো রং একেবারে কালো হয়ে গিয়েছে।’
রাধিকার মতে, অনেকেই এই ফোবিয়ায় ভোগেন। আর সেটাই হল ‘আন্টি-ও-ফোবিয়া’।
২৭ মে মুক্তি পাবে ফোবিয়া।

Advertisement

দেখুন ভিডিও...

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement