অক্ষত অক্ষয় কুমার। ফাইল চিত্র।
২৪ ঘণ্টার মধ্যে ধরা পড়ল অক্ষয় কুমারের গাড়ি দুর্ঘটনার মূল পান্ডা। খবর, মুম্বই পুলিশ মঙ্গলবার বিকেলের মধ্যে খুঁজে বের করেছে অভিযুক্ত চালককে। জুহু থানায় তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে প্রশাসন।
জুহু পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চালকের নাম রাধেশ্যাম রাই। তিনিই স্থানীয় সিলভার বিচ ক্যাফের মতো জনবহুল এলাকা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে বিএনএস-এর ২৮১, ১২৫(এ), এবং ১২৫(বি) ধারায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত এখনও চলছে।
সোমবার রাত আন্দাজ সাড়ে ৮টা। বিয়ের ২৫ বছরের উদ্যাপন সেরে বিদেশ থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন অক্ষয় কুমার-টুইঙ্কল খন্না। জুহুর কাছাকাছি কনভয় পৌঁছতেই এই বিপত্তি।
জুহু পুলিশ মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানিয়েছে, স্থানীয় সিলভার বিচ ক্যাফে এলাকা জনবহুল। সেখানে আচমকা একটি মার্সিডিজ় ঢুকে পড়ে সজোরে ধাক্কা মারে চলন্ত একটি অটোরিকশাকে। সেই অটো গিয়ে ধাক্কা দেয় অভিনেতার কনভয়ের একটি গাড়িকে। সঙ্গে সঙ্গে উল্টে যায় কনভয়ের গাড়িটি। যদিও এই ঘটনায় তারকাদম্পতির বা তাঁদের গাড়িতে কোনও আঁচড় পড়েনি। তবে চোখের সামনে দুর্ঘটনা ঘটতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে অক্ষয় ও তাঁর নিরাপত্তারক্ষীরা দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আহতদের সহায়তায় কাজে নেমে পড়েন।