সামনেই সিএবি সভাপতি পদে নির্বাচন, তাই কি ‘দাদাগিরি’র শুটিং পিছিয়ে দিয়েছেন সৌরভ?

কবে থেকে শুরু হচ্ছে নতুন ‘দাদাগিরি’র শুটিং? কী ভাবে নিজেকে প্রস্তুত করছেন নিজেকে? একই জনপ্রিয়তা কি পাবেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৮:৪৯
Share:

‘দাদাগিরি’ নিয়ে কী ভাবছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? ছবি: ফাইল চিত্র।

জি বাংলায় আর নেই তিনি, তাঁর ‘দাদাগিরি’ও। অন্য রূপে, অন্য ভাবে ছোট পর্দায় আসছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় স্টার জলসায় একসঙ্গে দুই অবতারে ধরা দিতে চলেছেন। আঙ্গিক এবং সঞ্চালনা বদলে এই চ্যানেলে আসতে চলেছে ‘দাদাগিরি’। অবশ্যই নাম বদলে। তাঁর দ্বিতীয় রূপ ‘বিগ বস্’-এর সঞ্চালক। খবর ছড়ানোমাত্র নড়ে বসেছেন বাংলার ‘মহারাজ’-এর অনুরাগীরা।

Advertisement

তাঁদের এখন হা-পিত্যেশ অপেক্ষা, কবে শুটিং শুরু করবেন ‘দাদা’? এই প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল সৌরভের সঙ্গে। কী জানিয়েছেন তিনি? ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের কথায়, “শুটিং শুরু হতে হতে আগামী বছর। তার আগে নয়।” এ বছরের সবে মে মাস। এতটা কেন সময় নিচ্ছেন ‘দাদা’? সৌরভের জবাব, “চ্যানেলই চাইছে নতুন বছরে নতুন কাজ শুরু হোক।” এ দিকে কানাঘুষো শোনা যাচ্ছে, সেপ্টেম্বরে সিএবি-এর নির্বাচন। আনন্দবাজার ডট কমকে সে কথা সৌরভ প্রথম জানিয়েছিলেন। নির্বাচনের জন্যই ব্যস্ততা তুঙ্গে। ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়কও নাকি তাই এর বাইরে কিছু ভাবতে পারছেন না।

এর আগে একান্ত সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছিলেন, যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভালবাসেন তিনি। নতুন কিছু করার সুযোগ পেলে সব সময় সেটিকে স্বাগত জানান। স্টার জলসা তাঁকে সেই সুযোগ করে দিচ্ছে। তাই তিনিও রাজি হয়েছেন। নতুন চ্যানেলে, নতুন দুই রিয়্যালিটি শো-তে তাঁকে কী করতে হবে, সে বিষয়ে এখনও বিশদে আলোচনা হয়নি। ‘দাদাগিরি’ এবং ‘বাংলা বিগ বস্’ মিলিয়ে ১৭ দিন করে এক একটি শো হবে। মোট ৩৪ দিন তিনি দুটো শো-তে সময় দেবেন। চার বছরের জন্য ১২৫ কোটি টাকার চুক্তি হয়েছে সৌরভের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement