Dulquer Salmaan

ডায়াপার পরার বয়স থেকে বন্ধুত্ব, অভিলাষ পরিচালিত ছবিতে নায়ক সলমন দুলকের

বন্ধু অভিলাষের পরিচালনায় ‘কিং অফ কথা’-র মূল চরিত্রে দুলকের। পোড়ো প্রাসাদের সামনে এসে থেমেছে হাল আমলের বিলাসী গাড়ি। ছবির এমনই এক লুক প্রকাশ্যে এল মঙ্গলবার।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫১
Share:

রোম্যান্টিক হিরো হয়ে আসছেন দুলকের।

‘চুপ’ মুক্তি পেয়েছে ২৩ সেপ্টেম্বর। হাতে একগুচ্ছ ছবির চুক্তি। তার মধ্যেই মালয়ালম অভিনেতা দুলকের সলমন তাঁর নতুন ছবির কাজ শুরু করলেন। ছবির নাম ‘কিং অফ কথা’। তামিলনাড়ুর করাইকুডিতে শ্যুটিং চলছে। এ ছবি দিয়ে পরিচালনায় পা রাখছেন দুলকেরের ছোটবেলার বন্ধু অভিলাষ জোশী। দক্ষিণের জনপ্রিয় পরিচালক জোশীর পুত্র তিনি।

Advertisement

‘কিং অফ কথা’-র মূল চরিত্রে দুলকের। পোড়ো প্রাসাদের সামনে এসে থেমেছে হাল আমলের বিলাসী গাড়ি। ছবির এমনই এক লুক প্রকাশ্যে এল মঙ্গলবার। দুলকের জানালেন, বন্ধুর পথ চলার সঙ্গী হতে পেরে তিনি আনন্দিত। বললেন, “সেই ডায়াপার পরার বয়স থেকে আমরা পরস্পরকে চিনি। একসঙ্গে বড় হয়েছি। সিনেমা, গাড়ি, ফোটোগ্রাফি এবং ভ্রমণ আমাদের আগ্রহের বিষয় ছিল। চেষ্টা করেছি আমাদের মনের মতো একটা বিষয় বাছতে, যা নিয়ে চিত্রনাট্য লিখে ছবি করতে পারে অভিলাষ। অবশেষে পছন্দ হয়েছে তেমন কিছু, যেটা করতে আমাদের ভাল লাগবে। আশা করি আপনাদের সবারও ভাল লাগবে।”

কিছু দিন আগেই ‘চুপ’-এর প্রচার অনুষ্ঠানে এসে দুলকের জানিয়েছিলেন, বড় ব্যানারের বাণিজ্যিক ছবির নায়ক হতে চান না। তেমন বড় তারকা হিসাবে নিজেকে দেখেন না। এ দিকে বন্ধুর পরিচালিত ছবিটি আপাদমস্তক বিনোদনমূলক। বাণিজ্যিক প্রকল্প। দুলকের আগেই আভাস দিয়েছিলেন, রোম্যান্টিক হিরো হয়ে সামনে আসতে চান। ‘কিং অফ কথা’ তাঁর সেই সাধ মেটাবে। দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো উপাদান পরতে পরতে রয়েছে এ ছবিতে, এমনটাই জানান অভিনেতা।

Advertisement

সম্প্রতি তেলুগু ছবি ‘সীতা রামম’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন দুলকের। ট্র্যাজিক রোম্যান্টিক ছবিটি তেলুগু ইন্ডাস্ট্রির অন্যতম সুপারহিট। ‘চুপ’-এর জন্যও প্রশংসা পেয়েছেন অভিনেতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন