ইফতেখারের নতুন ফিল্মে তুরুপের তাস ববিই?

প্রযোজনার পাশাপাশি এ বার সুপার হিরোইনের ভূমিকাতেও দেখা যাবে ববিকে! বাংলাদেশের ছবি ‘বিজলী’-তে। ইফতেখার চৌধুরীর এই ফিল্মে তিনিই না কি সুপার হিরোইন। তিনিই আবার এই ছবির প্রযোজকও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ১৬:৩০
Share:

প্রযোজনার পাশাপাশি এ বার সুপার হিরোইনের ভূমিকাতেও দেখা যাবে ববিকে! বাংলাদেশের ছবি ‘বিজলী’-তে। ইফতেখার চৌধুরীর এই ফিল্মে তিনিই না কি সুপার হিরোইন। তিনিই আবার এই ছবির প্রযোজকও।

Advertisement

তবে ইয়েমিন হক ওরফে ববির বিপরীতে এই ছবিতে কে অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি। বাংলাদেশ এবং ব্যাঙ্ককের বিভিন্ন লোকেশনে শুটিং চলবে সিনেমাটির।

ইফতেখারের হাত ধরেই ২০০৯ সালে গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন এই নায়িকা। এর পর তাঁকে আর পিছনে ঘুরে দেখতে হয়নি।

Advertisement

বুধবার বিকেলে ইফতাখার বলেন, ‘‘ছবিটি নিয়ে কাজ চলছে। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও আমি লিখেছি।’’ ছবিটিতে মোট ৪টি গান রয়েছে। খুব তাড়াতাড়ি সেগুলির রেকর্ডিং শুরু হবে বলে তিনি জানান। তবে ছবির গল্প নিয়ে এখনই মুখ খুলতে চাননি তিনি। তাঁর আশা, দর্শকদের কাছে একটি নতুন চমক হবে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement