‘বজরঙ্গি ভাইজান’ দেখে ইদ সেলিব্রেশন আমিরের

আজ ইদ। তাই সব কাজ থেকেই ছুটি নিয়েছেন আমির খান। এ দিন উত্সবের, এ দিন সেলিব্রেশনের, এ দিন আনন্দের। তাই আজ আমিরের প্রফেশনাল লাইফে বেজেছে ছুটির ঘন্টা। তবে পুরোপুরি কি ছুটি? কারণ এ দিনই সপরিবারে সলমনের ‘বজরঙ্গি ভাইজান’ দেখবেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৫ ১৫:২৪
Share:

ইদের পোশাকে আমির। ছবি: গেটি ইমেজেস।

আজ ইদ। তাই সব কাজ থেকেই ছুটি নিয়েছেন আমির খান। এ দিন উত্সবের, এ দিন সেলিব্রেশনের, এ দিন আনন্দের। তাই আজ আমিরের প্রফেশনাল লাইফে বেজেছে ছুটির ঘন্টা। তবে পুরোপুরি কি ছুটি? কারণ এ দিনই সপরিবারে সলমনের ‘বজরঙ্গি ভাইজান’ দেখবেন তিনি। তাই ছুটির মুডে থাকলেও সিনেমা থাকছেই তাঁর ইদ স্পেশাল রুটিনে।

Advertisement

কেমন করে ইদের দিনটা কাটছে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর? শনিবার সকালে সপরিবারে তাঁর মায়ের বাড়িতে গিয়েছেন আমির খান। সেখানে পরিবারের বাকিদের সঙ্গে ইদের শুভেচ্ছা বিনিময়ের পর একসঙ্গে লাঞ্চ করেছেন আমির। তাঁর কথায়, ‘‘রাতে লাইটবক্সে সবাই মিলে বজরঙ্গি ভাইজান দেখব। সলমন আমার পরিবারের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করে দিয়েছে।’’

তবে শনিবার সকালে হ়ৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সলমনের পারিবারিক বন্ধু এনএম কুঞ্জালকার। তাঁর শেষকৃত্যে যোগ দিতে চেম্বুর থেকে এসেছেন সলমন খান। ইদের দিনে এই ঘটনায় মুষড়ে পড়েছেন সকলে। তবে এর জন্য ‘বজরঙ্গি ভাইজান’-এর স্পেশাল স্ক্রিনিংয় বন্ধ হবে না বলেই খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement