Emraan Hashmi

ইমরানের চার বছরের ছেলের ক্যানসার, বাদ পড়ে কিডনি, কী ভাবে জীবন পাল্টে গিয়েছিল তারকার?

অস্ত্রোপচারে বাদ দিতে হয় একটি কিডনিও। নিজের লেখা বইতে সন্তানের সেই যন্ত্রণাময় দিনগুলো ফিরে দেখেছেন অভিনেতা ইমরান হাশমি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৫:২৮
Share:

ছেলের ক্যানসার বদলে দেয় ইমরানকে। ছবি: সংগৃহীত।

২০১৪ সালে ক্যানসার থাবা বসিয়েছিল ইমরান হাশমির ছেলে আয়ানের শরীরে। চার বছরের ছোট্ট ছেলের মারণ ব্যধি। অস্ত্রোপচারে বাদ দিতে হয় একটি কিডনিও। নিজের লেখা বইতে সন্তানের সেই যন্ত্রণাময় দিনগুলো ফিরে দেখেছেন অভিনেতা ইমরান হাশমি। সন্তান সুস্থ হয়ে ওঠার পরে ‘দ্য কিস অফ লাইফ— হাউ এ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার’ নামে বইটি লেখেন ইমরান। তাতে ক্যানসারের সঙ্গে ছেলে আয়ান তথা পরিবারের লড়াইয়ের কাহিনি বর্ণনা করেছেন অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরান জানান, মাত্র ১২ ঘণ্টায় বদলে যায় তাঁর জীবন।

Advertisement

ছেলে এমন মারণ রোগে আক্রান্ত শুনেই কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেতা। কিন্তু তাঁর স্ত্রী সব সময় লড়াই করার সাহস যুগিয়েছেন তাঁকে। ছেলের এই কঠিন পরিস্থিতি নিয়ে বই লিখেছেন ঠিকই, যাতে ভবিষ্যতে তাঁর ছেলে জানতে পারে সেই সময় তাঁর লড়াইয়ের দিনগুলির কথা। যদিও নিজে কখনও সেই বইয়ের একটা পাতাও আর উল্টে দেখতে চান না। কারণ অতীতের যে ক্ষতে প্রলেপ পড়েছে সেটাই যেন তাজা হয়ে উঠবে। যদিও স্মৃতি থেকে কখনওই তা মুছতে পারবেন না। ইমরান জানান গোটা পরিবার নিয়ে দুপুরের খাবার টেবিলে বসেছিলেন। সেই প্রথম ছেলের মধ্যে অসুস্থতার লক্ষ্মণ দেখতে পান। সেই তখন থেকে শুরু হয় হাসপাতালে ছোটাছুটি। ইমরানের কথায়, ‘‘আমার জীবনটা মাত্র বারো ঘণ্টায় ওলট-পালট হয়ে যায়।’’ ইমরানের জীবনে এই পরিস্থিতি ছিল পাঁচ বছর। এখন তাঁর ছেলে রোগমুক্ত তবে ওই সময়টা তাঁকে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার শক্তি দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement