Entertainment News

দেখুন, অন্তঃসত্ত্বা এষার বিয়ের ছবি

এ দিন তখতানি পরিবার ইস্কনে এই বিয়ের আয়োজন করে। মা হেমামালিনী ও বোন অহনার সাহায্যে তিন পাক ঘোরেন নায়িকা। জয়া বচ্চন, ডিম্পল কাপাডিয়ার মতো বলি তারকারা উপস্থিত ছিলেন এ দিনের অনুষ্ঠানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৭ ১৭:৫৫
Share:

বিয়ের অনুষ্ঠানে এষা ও ভরত। ছবি: অ্যাসর্টেড মোশন পিকচার্সের সৌজন্যে।

মা হতে চলেছেন এষা দেওল। বৃহস্পতিবার মুম্বইতে ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে তাঁর বেবি শাওয়ারের আয়োজন করা হয়েছিল। সেখানেই সিন্ধি পরিবারের রীতি মেনে স্বামী ভরত তখতানিকে ফের বিয়ে করলেন এষা। সিন্ধি পরিবারের রীতি অনুযায়ী বেবি শাওয়ারের দিন হবু মা ফের বিয়ে করেন তাঁর স্বামীকে। সেই রীতি মেনেই ভরতের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে হল এষার।

Advertisement

আরও পড়ুন, সাতপাকে বাঁধা পড়লেন বিভান

এ দিন তখতানি পরিবার ইস্কনে এই বিয়ের আয়োজন করে। মা হেমামালিনী ও বোন অহনার সাহায্যে তিন পাক ঘোরেন নায়িকা। জয়া বচ্চন, ডিম্পল কাপাডিয়ার মতো বলি তারকারা উপস্থিত ছিলেন এ দিনের অনুষ্ঠানে।

Advertisement

আরও পড়ুন, ‘জীবনে ঝড় এলেও আমি সেটা ওভারকাম করেছি’

ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে এষা ও ভরত।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এষা। সাংবাদিকদের এষা বলেন, ‘‘প্রেগন্যান্ট হওয়ার পর থেকে আমার খুব মুড সু্ইং করে। ভরত খুব যত্ন নিয়ে আমাকে সামলাচ্ছে। ও খুবই প্রোটেকটিভ। ভরত আমার সবচেয়ে বড় সমালোচকও বটে। সব কিছুতেই ও আমাকে খুব উত্সাহ দেয়। সত্যিই জীবন খুব সুন্দর।’’

ভিডিও সৌজন্য এবং তথ্য সহায়তা: অ্যাসর্টেড মোশন পিকচার্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement