Entertainment News

‘টাকা নয়, সম্মানটাই বড়’, কপিলের শো ছেড়ে বললেন সুনীল

‘দ্য কপিল শর্মা শো’-তে যে সুনীল গ্রোভার ফিরছেন না তা এক রকম নিশ্চিত। চ্যানেলের সঙ্গে চুক্তি থাকার কারণে যদিও এ নিয়ে প্রকাশ্যে তিনি মুখ খোলেননি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ১২:৫৭
Share:

‘দ্য কপিল শর্মা শো’-তে যে সুনীল গ্রোভার ফিরছেন না তা এক রকম নিশ্চিত। চ্যানেলের সঙ্গে চুক্তি থাকার কারণে যদিও এ নিয়ে প্রকাশ্যে তিনি মুখ খোলেননি। ইন্ডাস্ট্রিতে অবশ্য জল্পনা শুরু হয়েছিল, ওই শো থেকে সুনীল যত টাকা পারিশ্রমিক পেতেন তা এই মুহূর্তে অন্য কোথাও থেকে হয়তো পাওয়াটা সম্ভব নয়। তা হলে?

Advertisement

আরও পড়ুন, কপিলকে ছাড়াও তাঁর শো হিট, দাবি সুনীলের

সরাসরি না হলেও ঘুরিয়ে এর উত্তর দিয়েছেন এই কমেডিয়ান। বুধবার তিনি টুইট করেন, ‘ভাল অভিনয় করে সম্মানের সঙ্গে দর্শককে বিনোদন দেওয়াই আমার উদ্দেশ্য। কোনও কিছু করা বা না করার জন্য টাকাটাই আমার কাছে একমাত্র কারণ নয়।’

Advertisement

ফলে শুধুমাত্র আর্থিক নিরাপত্তার কারণে যে তিনি ওই শো-এ আর ফিরছেন না, এটা স্পষ্ট। বরং তাঁর কাছে সম্মান অনেক বড়। কপিল শর্মার হাতে প্রকাশ্যে হেনস্থা তিনি কোনওভাবেই মেনে নিতে পারছেন না।

আরও পড়ুন, জোকস শুনে দর্শক হাসছেন না, শুটিং বাতিল করলেন হতাশ কপিল?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement