‘ঘুমিয়ে ঘুমিয়েও অভিনয় করতে পারি’

আনন্দ প্লাসকে বললেন ছোট পর্দার জনপ্রিয় তারকা জেনিফার উইঙ্গেট।আনন্দ প্লাসকে বললেন ছোট পর্দার জনপ্রিয় তারকা জেনিফার উইঙ্গেট

Advertisement

শ্রাবন্তী চক্রবর্তী

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ০০:০২
Share:

জেনিফার

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম জেনিফার উইঙ্গেট। পারিশ্রমিকেও অন্য অভিনেত্রীদের টক্কর দিতে পারেন তিনি। আগের শো ‘বেহদ’-এ সাইকো লাভারের (মায়া) ভূমিকায় ছিলেন। নতুন শো ‘বেপনাহ’য় জেনিফারকে দেখা যাবে একদম বিপরীত চরিত্রে (জোয়া)।

Advertisement

পরপর কাজ করে যাচ্ছেন জেনিফার। অবশ্য তাঁর জার্নিটা শুরুই হয়েছিল ১২ বছর বয়সে। সব সময় নিজের পরিচালক এবং সহ-অভিনেতাদের ধন্যবাদ জানান জেনিফার, সেই ছোট বয়স থেকে তাঁকে সব রকম সহযোগিতা করার জন্য। কিন্তু এখন এক জন সহ-অভিনেতার সঙ্গেই যে তাঁর নাম জড়াচ্ছে! ‘বেপনাহ’-তেই জেনিফারের সঙ্গে কাজ করছেন তাঁর ‘ভাল বন্ধু’ শেহবান আজিম। শোনা যাচ্ছে, তাঁকেই এখন ডেট করছেন জেনিফার।

এ ব্যাপারে জেনিফার বললেন, ‘‘শেহবান, আমি এবং শো-এর ডিরেক্টর অনিরুদ্ধ— আমরা তিন জনে অনেক বছর আগে একসঙ্গে কাজ করেছিলাম। তখন থেকেই আমরা ভাল বন্ধু। আমাদের দু’জনকে নিয়ে যে সব গুজব বাজারে রটছে, তার এক আনাও সত্যি নয়। মিডিয়াকে একটাই আর্জি, প্লিজ স্টপ রাইটিং অ্যাবাউট আস! আমি আর শেহবান খবরের কাগজ পড়ে হাসি!’’

Advertisement

কিন্তু বিয়ে কিংবা সেটল করার প্ল্যান তো নিশ্চয়ই রয়েছে অভিনেত্রীর? ‘‘ভালবাসা, বিয়ে, এই সব প্ল্যান করা যায় না। যখন হওয়ার ঠিক হবে,’’ মন্তব্য জেনিফারের। কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে এবং বিপাশা বসুর সঙ্গে কর্ণের বিয়ের ব্যাপারে বহু লেখালিখি হয়েছে সংবাদমাধ্যমে। অতীত নিয়ে বিব্রত মনে হয় কখনও? জেনিফারের মতে, সকলেরই জীবনে দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। বললেন, ‘‘অনেক সময়েই সম্পর্ক টেকে না। তার মানে কি সব শেষ? ভালবাসার ভূমিকা আমার জীবনে খুব গভীর। ভালবাসা থাকলে তবেই খুশি থাকা যায়।’’

সারা দিনটা তো কাটে বিভিন্ন শুটিং শেডিউলের মাঝে। অবসর কাটে কী ভাবে? ‘‘লাস্ট শো ‘বেহদ’ করে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই ব্রেক নিয়ে বন্ধুদের সঙ্গে ইউরোপ বেড়াতে গিয়েছিলাম। খুব খেয়েছি আর অনেক শপিং করেছি!’’ মুচকি হেসে জানালেন নায়িকা।

নিজের উইক পয়েন্ট কোনটা মনে করেন জেনিফার? ‘‘আমি নাচতে পারি না তেমন,’’ উত্তর দিতে গিয়ে হেসে ফেললেন। আর স্ট্রং পয়েন্ট? ‘‘আমার কনফিডেন্স! এত ছোট থেকে অভিনয় করছি যে, ঘুমিয়ে ঘুমিয়েও অভিনয় করে দিতে পারব,’’ বললেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement