Sayantika

Sayantika: নুসরত, মিমিকে দেখে হিংসা হয় না, আমি ইঁদুর দৌড়ে নেই: সায়ন্তিকা

'আওয়ারা'র ১০ বছর। অকপট আড্ডায় সায়ন্তিকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ২২:২১
Share:

২০১২ সালের এই দিনেই মুক্তি পায় 'আওয়ারা'। ১০ বছর আগের স্মৃতিতে ফিরলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

প্রশ্ন: 'আওয়ারা' সায়ন্তিকার জীবনের 'টার্নিং পয়েন্ট কি?

সায়ন্তিকা: অবশ্যই ইন্ডাস্ট্রিতে 'আওয়ারা'-ই আমাকে খ্যাতি দেয়। তার আগে অনেকগুলো ছবি করেছি। কিন্তু পরিচিতি দিয়েছে এই ছবি। জিৎ গঙ্গোপাধ্যায়ের গানে আগেও লিপ দিয়েছি। কিন্তু এই ছবিটা আমার ভীষণ প্রিয়।

Advertisement

প্রশ্ন: এখন কাজ করা এত কমিয়ে দিলেন কেন?

সায়ন্তিকা: আমি প্রথম দিন থেকেই নিজের কাজ নিয়ে খুব খুঁতখুঁতে। কোনও দিনই প্রচুর কাজ করতে হবে, এমনটা চাইনি। কম কাজ করি,কিন্তু কাজটা যেন ভাল হয়৷ সেই ভাবেই দেখি।

প্রশ্ন: মিমি, নুসরতদের দেখে হিংসা হয়? ওঁরা এত কাজ করে?

সায়ন্তিকা: আমি সবসময় স্বাস্থ্যকর প্রতিযোগিতায় বিশ্বাসী। ওদের দেখে একটুও হিংসা হয় না। কারণ আমি ইঁদুর দৌড়ে নেই।

প্রশ্নঃ অভিনেত্রী সায়ন্তিকা না রাজনীতিবিদ সায়ন্তিকা, কাকে এগিয়ে রাখেন?

সায়ন্তিকাঃ দুটো আমার জীবনের দু'ই অংশ। মানুষের পাশে থাকতে চাই৷ সিনেমার জগতের সঙ্গে আমার রাজনীতির দুনিয়ার কোনও সম্পর্ক নেই৷

প্রশ্নঃ বিয়ে কবে?

সায়ন্তিকাঃ আমি তো বলছি আমার জন্য কেউ সম্বন্ধ আনুক। বিয়ে করে নেব। পাত্র খুঁজছি তো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন