Bollywood News

ছড়িয়ে রয়েছে সামান্থা, তমন্না, রকুলের ‘ভোটার কার্ড’, জুবিলি হিল্‌স-এর উপ-নির্বাচনের আগে কী ঘটল নায়িকাদের সঙ্গে?

বলি অভিনেত্রীদের সরকারি পরিচয়পত্র ফাঁস! ১১ নভেম্বর তেলঙ্গানার জুবিলি হিল্‌স বিধানসভা আসনের উপনির্বাচন। তার আগে কী ঘটল সামান্থা, তমন্না, রকুলদের সঙ্গে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ২০:৫৯
Share:

সামান্থা, তমন্না, রকুলদের সঙ্গে কী ঘটল? ছবি: সংগৃহীত।

চারিদিকে ছড়িয়ে রয়েছে সামান্থা রুথ প্রভু, তমন্না ভাটিয়া, রকুল প্রীতের ভোটার কার্ড। যেখানে দেখা যাচ্ছে, তিনজনের ঠিকানা একটাই। ১১ নভেম্বর তেলঙ্গানার জুবিলি হিল্‌স বিধানসভা আসনের উপনির্বাচন। তার আগেই ঘটেছে এমন ঘটনা। অভিনেত্রীর ভুয়ো ভোটার কার্ড ছড়িয়ে পড়ায় সবার কপালে চিন্তার ভাঁজ। এই ঘটনা নজর এড়ায়নি নির্বাচন কমিশনের।

Advertisement

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সবটাই খতিয়ে দেখা হবে। কী করে ঘটল এই ঘটনা? স্থানীয় বিধায়ক মগন্তি গোপীনাথের আকস্মিক মৃত্যু ঘটে গত জুনে। তার পর থেকে ওই আসনটি ফাঁকা। কংগ্রেসের তরফে ওই আসনে প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন ভি নবীন যাদব। বিপক্ষে বিআরএস প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন প্রয়াত বিধায়কের স্ত্রী মগন্তি সুনীতা। এই দৌড়ে রয়েছেন বিজেপি প্রার্থী লঙ্কলা দীপক রেড্ডি।

প্রসঙ্গত, তিন জনপ্রিয় নায়িকার ভুয়ো ভোটার কার্ড নিয়ে জলঘোলা হলেও তাঁদের কারও তরফে এখনও কোনও মন্তব্য আসেনি। নির্বাচনে ভোট নিয়ে কারচুপির ঘটনা নতুন নয়। গোটা দেশের বিভিন্ন দফায় যেখানে যেখানে নির্বাচন হয়, এ রকম অনেক ঘটনা উঠে আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement