Kareena kapoor Taimur ali khan saif ali khan lockdown

ফুলের টবে জাতীয় পতাকা রেখে তোপের মুখে করিনা-সইফ

যে ছবি করিনা শেয়ার করেছিলেন তাতে দেখা যাচ্ছে, ফুলের টবে আড়াল-আবডাল দিয়ে উঁকি দিচ্ছে ভারতের জাতীয় পতাকা। কেউ যেন সযত্নে পুঁতে রেখেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মুম্বই শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ১৪:১৩
Share:

করিনা-সইফ।

লকডাউনে হোক বা ফিল্মের সেট— বিতর্ক সেলেবদের নিত্যসঙ্গী। এ বার বাড়ির টবে জাতীয় পতাকা রেখে ট্রোল হলেন করিনা কপূর খান।

Advertisement

হোম কোয়রান্টিনের ছেলে তৈমুর এবং স্বামী সইফ আলি খান মেতেছিলেন আঁকায়। বারান্দার দেওয়ালকেই ক্যানভাস বানিয়ে তাতে দিচ্ছিলেন তুলির টান। বাবা-ছেলের ‘পিকাসো অবতার’ দেখে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করে থাকতে পারেননি করিনা। আর তাতেই বাধে বিপত্তি।

যে ছবি করিনা শেয়ার করেছিলেন তাতে দেখা যাচ্ছে, ফুলের টবে আড়াল-আবডাল দিয়ে উঁকি দিচ্ছে ভারতের জাতীয় পতাকা। কেউ যেন সযত্নে পুঁতে রেখেছে।

Advertisement

আরও পড়ুন- লকডাউনে দিশাহারা বাংলা গান, শিল্পী-কলাকুশলীরা খাবেন কী?

কিন্তু টবের মধ্যে জাতীয় পতাকা কেন থাকবে?— তা নিয়েই প্রশ্ন তুলেন নেটাগরিকদের একাংশ। নিমেষে উড়ে আসতে থাকে একের পর এক নেতিবাচক মন্তব্য। একজন লেখেন, “আমাদের জাতীয় পতাকাকে সম্মানের সঙ্গে রাখুন।” আবার আর একজনের তির্যক মন্তব্য, “আমাদের জাতীয় পতাকা কি টবের মধ্যে বেড়ে উঠবে?” তবে সবাই যে বাঁকা কথা ছুড়ে দিয়েছেন এমনটা নয়। অনেকেই কৌতূহলবশত জানতে চেয়েছে, “ফ্ল্যাগ কেন ওখানে রাখা হয়েছে? এর পেছনে কারণ কী?”

দেখুন করিনার পোস্ট

When Saif told me he got me flowers, I had a different idea in mind. 🤭 Quarantine gifts be like... ❤️❤️

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on

অনেকে যদিও খান পরিবারের হয়েও মন্তব্য করেছেন। একজন যেমন লিখেছেন, “দ্য রিপাবলিক ডে ফ্ল্যাগ ইজ স্টিল দেয়ার”, সঙ্গে হার্ট ইমোজি। আর একজনের বক্তব্য, “এটিকে মোটেও অসম্মান করা বলে না।”

উড়ে এসেছে কমেন্ট

যদিও এই ট্রোলিংকে খুব একটা পাত্তা দেননি খান দম্পতি। করিনা বা সইফ কেউই কোনও জবাব দেননি এই সব মন্তব্যের।

আরও পড়ুন- লকডাউনে ‘গার্লফ্রেন্ড’ ইউলিয়ার সঙ্গেই রয়েছেন সলমন, ভিডিয়োতে ফাঁস!

ঘরবন্দি হওয়ার পর থেকেই তৈমুরের আঁকা একের পর এক ছবি পোস্ট করে যাচ্ছেন করিনা। কখনও আবার ‘থ্রো ব্যাক’ ছবি পোস্ট করে মনে করছেন পুরনো দিনের কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন