কেন সলমনের জয়জয়কার? ছবি: সংগৃহীত।
নানা অসুখে জর্জরিত সলমন খান। তবু, এখনও তিনিই সবচেয়ে বিবাহযোগ্য নায়ক। এমনই মত ভাইজানের অনুরাগীদের।
সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে এসে অসুস্থতা নিয়ে কথা বলেন সলমন। ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজ়ম, এভি ম্যালফরমেশনের মতো জটিল রোগে আক্রান্ত বলি তারকা। এই জটিল রোগে মৃত্যু পর্যন্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে এই নিয়েও কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেতা। অসুখ কাবু করতে পারেনি তাঁকে। তাই ভাইজানের অনুরাগীরা মনে করেন, এখনও তিনিই সবচেয়ে বেশি বিবাহযোগ্য নায়ক।
রবিবার রাতে একটি ছবি ভাগ করে নেন সলমন খান। কফি মগ নিয়ে বসে রয়েছেন অভিনেতা। পরনে ছাই রঙা টি-শার্ট। চোখে রোদচশমা। হাতে সেই চেনা ব্রেসলেট। ভাইজানের এই ছবি দেখেই উন্মাদনা শুরু করে দেন ‘সিকন্দর’ ভক্তেরা। কেউ লিখেছেন, “সবচেয়ে বিবাহযোগ্য পুরুষ আমাদের ভাইজান।” কেউ আবার লিখেছেন, “ভাইজান, আপনিই আমার নায়ক। আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আর এক অনুরাগী সলমনের জন্য লিখেছেন, “ভাইয়ের চালচলনকে কোনও অসুখ কাবু করতে পারবে না। ভাইজানের মতো সুন্দর নায়ক আর হতে পারে না।”
সলমন কপিল শর্মার অনুষ্ঠানে এসে জানান, তাঁর জীবনে এমন নানা রকমের জটিলতা রয়েছে। মেজাজ খারাপ থাকলে আরও শারীরিক জটিলতা বে়ড়ে যায় বলেও জানান অভিনেতা। ২০১৭ সালেও ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কথা বলেছিলেন সলমন। এই অসুখ নাকি ‘সুইসাইড ডিজ়িজ়’ নামেও পরিচিত। এই অসুখে নাকি যন্ত্রণা এমন প্রবল জায়গায় পৌঁছয়, রোগী নিজের জীবন পর্যন্ত শেষ করে দিতে চান।